পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b-q8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । সেউতী মল্লিকা যুথি চম্পক বকুলে। পাণিগ্রহণের পর কর একাইল (১)। অশোকের কিশলয়ে কমল জড়িল ৷ দুর্গ বলি জয়কার দিয়া সবে নিল । উঠিয়া বশিষ্ঠ শুভদৃষ্টি করাইল । লাজ হোম পরে ধূম নয়নে পশিল । নীলোৎপল দল ছাড়ি রক্তোৎপল হইল । সিন্দুরের কোঁটা দিল রজত খুঁইতে। হাতে করি উমা নেয় বাসর-গৃহেতে ॥ শুভ ক্ষণে হরগৌরীর মিলন হইল। আনন্দে আনন্দময়ী রচনা করিল। গঙ্গামণি দেবী । উনবিংশ শতাব্দীর পূৰ্ব্বভাগ। সীতার বিবাহ । গীত। জনক-নন্দিনী সীতে হরিষে সাজায় রাণী । শিরে শোভে সাথিপাত হীরা মণি চুনি। নাসার অগ্ৰেতে মতি বিম্বাধর পরি। তরুণ নক্ষত্র ভাতি জিনি রূপ হেরি ॥ মুকুতা দশন হেরি লাজে লুকাইল । করান্দ্রের কুন্ত-মাঝে মজিয়া রহিল। গলে দিল থরে থরে মুকুতার মালা। রবির কিরণে যেন জ্বলিছে মেখলা ॥ কেয়ুর কঙ্কণ দিল আর বাজুবন্ধ। দেখিয়া রূপের ছটা মনে লাগে দ্বন্দ্ব ॥ বিচিত্র ফণীত শঙ্খ কুল-পরিচিত। দিল পঞ্চ কঙ্কণ পৌছি বেষ্টিত ॥ মনের যত আভরণ পরাইয়া শেষে । রঘুনাথ বরিতে যান মনের হরিষে। (১) একাইল = একত্র করিল।