পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট —উজ্জ্বল-চন্দ্রিকা—১৭৮৫ খৃঃ । Ꮌb~b~Ny (গ) বিদূষক । ভোজনে চঞ্চল বর কলহে পণ্ডিত । নানা রঙ্গ বাক্যবেশে হাস্ত্যকারী রীত ॥ তারে বিদূষক বলি জানে নানা ছল। বিদগ্ধমাধবে খ্যাত শ্ৰীমধুমঙ্গল। যথা, (মানিনী প্রতি বিদূষক বাক্য) তুহু যারে আদরে নিতি নিতি পূজসি দেওসি কত উপচার। সো অব দিনকর অাদরে দেওল মুঝে পঙ্কজ উপহার। মানিনি, পঙ্কজ হাম নাহি নেল। না করি সিনান আনি মুঝে দেওল ইথে লাগি দূরে ফেলি দেল । সো পরিচারণ তাহে সুচায়লু রোখে ভরল তনু জোর । সে অব হাম তোহে কত সাধই বচন না মানসি মোর ॥ (ঘ) পীঠমর্দ । গুণেতে নায়ক সম অনুবর্তী প্রেমা । পীঠমৰ্দ্দ হয় ব্রজমণ্ডলে শ্ৰীদামী ॥ যথা, (গোবৰ্দ্ধন মল্ল প্রতি শ্ৰীদাম বাক্য) সুন্দর কালিন্দী তীরে মুকুন্দ বিহার করে শুনি সব ব্রজনারীগণ । বিশ্বাস করিয়া তায় সে লীলা দেখিতে যায় হরিলীলা বিস্মাপন ॥ গোবৰ্দ্ধন, তুমি না করিহ অন্তমন। সকলেই যায় তাহে এক চন্দ্রাবলী নহে সত্য জান আমার বচন ॥ তার প্রিয়সখী মোরা নিতান্ত নিবুদ্ধি তোরা তেই কহি এ হিত বচন। গোবৰ্দ্ধনগিরি ধরি রক্ষা কৈল ব্ৰজপুরী তুমি না ঘটাও হেন জন ॥ (শ্ৰীদাম প্রতি ভারুণ্ড বচন)– তোমার বচন শুনিয়া এখন মনেতে বিশ্বাস হয়। নন্দের নন্দন সে বড় সুজন তাহার নাহিক ভয় ॥ শ্ৰীদাম, আমি বড় মনে দুর্থী। কি করে ভবানী তুষিব অমনি উপায় নাহিক দেখি ॥ কুকুম চন্দন বনফুলমাল লইয়া আপন করে। মোর বধূ আদি গহনে চলয়ে মহামায় পুজিবারে ॥