পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৯০
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

পূজা-আয়োজন করে সব সখীগণে।
সম্মুখেতে বিনোদিনী বসিল পূজনে॥
নৈবেদ্য বিবিধ মত ধূপ দীপ গন্ধ।
আসন অঙ্গুরী মধুপর্ক মকরন্দ॥
পূজা।বিল্বদল জবা আদি নানা পুষ্প আনি।
যুগল-চরণে ঢালি দেয় বিনোদিনী॥
অঞ্জলি পুরিয়া জবা দেয় কুতূহলে।
আনন্দে ঢালয়ে দেবী চরণ-যুগলে॥
সখীগণ করে তবে চামর ব্যজন।
কৃতাঞ্জলি প্রণিপাত শ্রীমতী তখন॥
এই মত পূজা হোমে আছে সর্ব্বজনে।
অভিমন্যু গেল তথা শ্রীমতীর স্থানে॥
অনন্ত প্রভুর লীলা কে করে বর্ণন।
শ্যাম সাজিলেন শ্যামা শুন সর্ব্বজন॥

(মথুরা-লীলা।)

কৃষ্ণ-বলরামের বিদ্যা-শিক্ষা।

শুক দেব বলে বাণী শুন শুন নৃপমণি
অপরূপ শ্রীকৃষ্ণ-চরিত।
পিতামাতা প্রবোধিয়ে দোঁহে হয়ষিত হয়ে
রাম-কৃষ্ণ চলিল ত্বরিত॥
সন্দীপণি মুনি।অবন্তি নগরে ঘর সন্দীপণি মুনিবর
বড় বিচক্ষণ তপোধন।
অতি অকপট হৃদ সর্ব্বশাস্ত্র-বিশারদ
তথা পড়ে বহু শিষ্যগণ॥
রাম-কৃষ্ণ দুই জনে গেল তার নিকেতনে
মুনিবরে করিল প্রণাম।
কহে মুনি মহাশয় দেহ মোরে পরিচয়
তোমাদের কার কিবা নাম॥
দুই জনে এক ঠাম রূপ জিনি কোটী কাম
দ্বন্দ রবি শশী কি আইলে।