পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচীপত্র। ہلوl সম্ৰাট ঔরঙ্গজেবের ফারমান-নূতন ফারমানে নুতন বিপত্তি—ইংরাজের উপর সম্রাট কত্ত্বক জিজিয়াকর স্থাপন—পরমেশ্বর দাসের ও ভালচন্দ্রের ইংরাজনিগ্রহ—ইংরাজবাণিজ্যের প্রতিকূলতা—পরমেশ্বর দাসের ইংরাজদের প্রতি অত্যাচার-এ অত্যাচার প্রতিকার প্রার্থনায়, গবর্ণর হেঞ্জেসের ঢাকায় গমন—বালচন্দ্র কত্ত্বক গবর্ণরের নৌক৷ আক্রমণ—কাল্কাপুরে জব চার্থকের সহিত এই বিবাদ-প্রতিকার পরামর্শ–ঢাকায় নবাবের সহিত হেজেসের সাক্ষাৎ—নবাবের সহানুভূতি—এ মুল্যহীন সহানুভূতির ফলে মোগল কৰ্ম্মচারীদের উৎপাত বৃদ্ধি—বালচন্দ্র ও পরমেশ্বর দাস কর্তৃক নুতন অত্যাচার । ૨૨૭-૨૪ જ নবম অধ্যায় । কলিকাত ফোর্ট-উইলিয়মের প্রথম গবর্ণর হেজেস্ সাহেব। খুবর্ণর হেজেস কত্ত্বক কুঠীর আভ্যন্তরিণ গোলযোগ মীমাংসা-চেষ্টা—কোম্পানীর কৰ্ম্ম চারিগণের মধ্যে আত্মবিবাদ—উহাদের অর্নীত অভাব অভিযোগের তদন্ত--ইন্টারলোপার বা গুপ্ত ব্যবসায়ীদের প্রাদুর্ভাব বৃদ্ধি-এতজ্জন্ত কোম্পানীর ব্যবসায়ের ক্ষতি—ইণ্টারলে পার বা গুপ্ত ব্যবসায়ীদের দমন চেষ্টা—এ চেষ্টার ফলে হেজেসের সহিত জল চাণকের মনীন্তর—অনন্তরামের ব্যাপার—নানবিধ অভিযোগের নিষ্ফল তদন্ত-হেঞ্জেসের পদচুতি—তৎপদে গিফোডের নিয়োগ-গিফোডের আগমনে নূতন বিশৃঙ্গলা—তাহার মাদ্রাজে প্রত্যাগমন—বেয়াডের এজেন্ট বা গবর্ণর পদে নিয়োগ—শৃঙ্খলা আনয়নের জন্য বেয়াডের বার্থচেষ্টা—ভগ্নশ্বাস্থ্য হইয়া বেয়াঙের হুগলীতে মৃত্যু—ইংরাজজাতির শক্তি-নীতিষ্ট উহাদের প্রতিষ্ঠার মূল—গক િ হেজেস কত্ত্বক সাগরদ্বীপে দুর্গ প্রতিষ্ঠার কল্পনা—বাহুবলই আত্মরক্ষার উপায়— ভবিষ্যতের ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনে হেজেসের প্রথম কল্পনা—দুর্গস্থাপনে বিলাতের কৰ্ত্তাদের আশঙ্কা ও আপত্তি-মোগলের সহিত বিবাদে অনিচ্ছ—পরে এ সঙ্কল্প পরিবর্তন—চট্টগ্রামে ইরাজের প্রথম দুৰ্গনিৰ্ম্মাণ সংকল্প—ইংলণ্ডেশ্বর জেমৃসের নিকট সাহায্য প্রার্থনা—মোগল রাজ্য আক্রমণ জন্য বিলাতে নৌ-বাহিনী সংগ্ৰহ-সম্ৰাট জেমৃসের সন্তাতুভুতি-সুরটিকে কেন্দ্র করিয়া মেটালের সহিত শক্ৰতার সংকল্প—বঙ্গদেশেও এই প্রকার প্রতিযোগীতার প্রস্তাব—ইংরাজ কত্ত্বক চট্টগ্রাম আক্রমণ সঙ্কল্প । --- *8>ー、8b/ দশম অধ্যায় t কলিকাত প্রতিষ্ঠাকার জব চার্ণক। কোম্পানী:বাহাদুরের দুর্গ নিৰ্ম্মাণ সঙ্কল্প কায্যে পরিণত করিবার চেষ্টা-বাহুবলই শ্রেষ্ঠব1}ীতে নীল অসুবিধা-চট্টগ্রামে দুর্গ-নিৰ্ম্মাণ সঙ্কল্প—জব চাৰ্শকের উপর এ সম্বর মীমাংস ভার—কলিকাতা' প্রতিষ্ঠাতা জব চাৰ্লকের পূর্ব কথা-কুশমলাঙ্গারে ঠাহীর প্রথম নিয়োগ-পাটনায় কুঠীর অধক্ষতা লাভ—