পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচীপত্র। wهله সদস্তগিরি—অষ্ঠান্ত দেশীর কমিশনারগণের নামের তালিকা—উহাদের নইসম্পত্তির দাবীর পরিমাণ—কোম্পানী বাহাদুরের মঞ্জুরী টকা-কমিশনের প্রধান । কৰ্ম্মচারী গোবিন্দরাম মিত্র প্রভৃতির অষ্ঠায় দাবী-ক্ষতিপূরণ প্রার্থ কলিকাতাবাসীদের নামের তালিক{—কোম্পানীর ২৪ পরগণার জমীদারী—এই দান সম্বন্ধে নবীবের পরোয়ানা—কলিকাতায় ইংরাজের প্রথম টাকশাল স্থাপন-সিরাজ কত্ত্বক কলিকাতা আক্রমণের পর কলিক তার শোচনীয় অবস্থা—এ সম্বন্ধে সমসাময়িক ব্যক্তিগণের বর্ণনা—পলাশী যুদ্ধের পর কলিকাতার অবস্থা—ফ্লাকহোলের স্মৃতি--- - কলিকাতার নাম আলিনগরে পরিবর্তন—১৭৫৭ খঃ অব্দে পলাশী-যুদ্ধের পর ভয়ামক মড়ক ও দুর্ভিক্ষ—প্রাচীন কলিকাতায় মহাহুলস্থূল—আইভসের বর্ণনা-এই মড়কে পলাশী-বিজয়ী এডমিরাল ওয়াটসনের অকাল-মৃত্যু—পাঁচ বৎসর পরে, পুনরায় কলিকাতায় মহামারীর আবির্ভাব—পঞ্চাশ হাজার বাঙ্গালীর মৃত্যু—কলিকাতার রাজপথে মৃতদেহ-পনর শত সাহেবের মৃত্যু-সেন্টজন গির্জার সমাধি-ভূমিতে স্থানাভাব—এই ভীষণ মড়কের কারণ সমূহ—কলিকাতার এইরূপ অস্বাস্থ্যকর অবস্থার জন্য পদস্থ ইংরাজদিগের সহর ত্যাগ ও সহরের বাহিরে বাগান-বাটীতে বাস-লর্ড ক্লাইভ, ওয়ারেণ হেষ্টিংস ও স্তর ফিলিপ ফ্রান্সিসের বাগানবাটী—উমিচাদের বাগানবাট-হাতিবাগান নাম হইবার কারণ—পলাশীযুদ্ধের দশ বৎসর পরে কলিকাতার লোকের সামাজিক অবস্থা-গোবিন্দপুরে নূতন কেল্লা নিৰ্ম্মাণ—অনেক পদস্থ বাঙ্গালীর গোবিন্দপুর ত্যাগ করিয়া মহরের মধ্যে বসবাস-সেকালের কলিকাতার বাঙ্গালী বড়লোক—চৌরঙ্গী অঞ্চলের জঙ্গলময় অবস্থা—পথে ডাকাতের ভয়-সহরের প্রধান শোভ। লালদীঘি—গ্রগুপ্রের লিখিত বিবরণ—পলাশী আমলের পরে কলিকাতার পথ-ঘাট সমূহের পরিচয়—সেকালের চাকর-বাকর ও তাহীদের মাহিনীর হার—হকবরদ:র—সাহেবদের মধ্যে ছ’কায় ধুমপান-প্রথা-রাইটার বা পুরাকালের সিভিলিয়ানগণ—ত।হাদের সম্বন্ধে কোম্পানী-বাহাদুরের নানাবিধ কঠোর আদেশ-পন্থী ব্যবহার নিষেধ ইত্যাদি । t\రిశి --- gఫెశి বিংশ অধ্যায় । পলাশী যুদ্ধের পূৰ্ব্বে ও পরে কলিকাতা । পলাশীযুদ্ধের পুৰ্ব্বে ও পরে প্রাচীন কলিকাতার অবস্থা–কলিকাতার ড্রেণের উন্নতি। জঙ্গল কাটিয়া ইষ্টকের পাজ-পোডান—দুর্ভিক্ষ ও লোকজনের মৃত্যু-১৭৫১৫২ খৃঃ অন্ধে চাউলের দর—লালদীঘির উন্নতির জন্য খরচ-জমীর থাতন—মেয়রকেগর্টের খরচ-লালদীঘির শোচনীয় অবস্থা—“ফিরিঙ্গি" শব্দের আইন-ঘটিত অর্থ-ত্র সম্বন্ধে হলওয়েলের অভিমত-সাহেবী-পল্লীতে বাড়ীর দর—বিবাহের শুক্ষে গরীবের কষ্ট—বিলাতের কর্তৃপক্ষগণ কত্ত্বক কলিকাতাবাসী বাঙ্গালীদের প্রক্তি সদয় ব্যবহারের ঘ