পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭ কলিকাতা সেকালের ও একালের । ভূতত্ত্ববিৎ পণ্ডিতগণ স্থির করিয়াছেন, বহুপূর্বে অর্থাৎ যখন এদেশের কোন ইতিহাসই ছিল না, সেই প্রাচীনতম কালে, বৰ্ত্তমান বঙ্গদেশের দক্ষিণ ভাগ সমুদ্র-গর্ভে নিমজ্জিত ছিল । আজ কালকার রাজমহল, মুরশীদাবাদ ও মালদহের সীমার মধ্যে, কোন একস্থলে সমুদ্রতীর ছিল । হিমালয় হইতে বহির্গত সমস্ত নদ-নদী সেই পুরাকালে, ঐ স্থানে আসিয়া সাগরে পড়িত। তাহাদের শ্ৰেণত-পরিচালিত বালুমুত্তিকায়, গাঙ্গেয় “ব” দ্বীপ বা ইংরাজ ভৌগলিকগণের Gangetic Delta র উৎপত্তি হইয়াছে। এইরূপ অবস্থা হইতে ক্রমোন্নতি লাভ করিয়া, দক্ষিণ বঙ্গে—সমতল ভূভাগের প্রাণ প্রতিষ্ঠা হইয়াছে। শাস্বাদি হইতে জানিতে পারা যায়, যে মহুর সময়ে কেবলমাত্র প্রয়াগ পৰ্য্যস্ত, হিন্দু আর্যাদিগের অধিকার বিস্তৃত হইয়াছিল। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আর্যগণ ক্রমশঃ পূৰ্ব্বদেশাভিমুখে অগ্রসর হইতে লাগিলেন । মনুসংহিতায় "পৌণ্ড-দেশ" পতিত ক্ষত্ৰিয়গণের আবাসভূমি বলিয়া উক্ত হইয়াছে । * পৌণ্ড-দেশ উত্তর বাঙ্গালার প্রাচীন নাম । ইহা হইতে সপ্রমাণ হইতেছে, মহুর সময়ে উত্তর বঙ্গদেশ সম্পূর্ণরূপে আর্য্যদিগের করতলগত হয় নাই। বৈবস্বত মন্ত্রর পুত্র, প্রথিতযশা ইক্ষাকু নরপতি অযোধ্যার প্রাণ-প্রতিষ্ঠL করিয়াছিলেন । ক্রমে চন্দ্র ও স্বৰ্য্যবংশীয় নৃপতিগণ ভারতের অন্যান্য প্রদেশের অসভ্য অনার্য জাতিদিগকে দূরীভূত করিয়া, আপনাদের অধিকার বিস্তৃত করিলে, সদাচার সম্পন্ন, ব্রাহ্মণ ও ঋষিগণ এই সকল স্থানে বসবাস করিতে আরম্ভ করেন । মহাভারতে দক্ষিণ বাঙ্গালার অন্তর্গত “তাম্রলিপ্ত” প্রভূতি কয়েকটা স্থানের উল্লেখ দেখিতে পাওয়া যায়। পাণ্ড বংশধর রাজচক্রবর্তী সম্রাট, যুধিষ্ঠিরের সময়ে, রাজস্বয় যজ্ঞকালে পূর্বদিক বিজেতা ভীমসেন ঐ সমস্ত প্রদেশের অধিবাসীদিগকে পরাস্ত করেন। ইহা হইতে অনুমিত হয়, তাম্রলিপ্ত ( বর্তমান তমলুক ) প্রভৃতি স্থানে, সে সময়ে পাণ্ডবগণের প্রতিদ্বন্দ্বী নৃপতিগণ রাজত্ব করিতেন । অধিকাংশ প্রাচীন পুরাণাদির দেশ-বিবরণ স্থানে,

  • শনকৈস্তু ক্রিয়। লোপাদিমং ক্ষত্রিয় জাতয়ঃ

বুষলত্বং শতালোকে ব্রাহ্মণ দর্শনেন চ । ৪৩ ৷ প্রৌণ্ড,কাশ্চৌড় দ্রাবিড়া কম্বে যবনাশক: । ৪৪ ৷ ' মন্ত্র স:হি ঠ। ১ - ম আধার"।