পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>e কলিকাতা সেকালের ও একালের । গাছ জন্মে। পীঠমালা মতে, এখানে ভাগীরথী তীরে সতী-দেবীর শরীর হইতে বামহস্তের অঙ্গুলী পড়িয়াছিল! কালিকা-দেবীর প্রাসাদে, কুিলকিল বাসীর ধনধান্তবান হইবেন। সকল প্রকার শস্যাদি জন্মে বলিয়া, ইহাকে “ঋদ্ধ” দেশ বলিয়া থাকে। এখানে সকল বর্ণের লোক নিয়ত বাস করে । এখানকার দেশবাসীদের মতে, সমুদ্র মন্থনকালে, পৃষ্ঠস্থিত মন্দার-পৰ্ব্বতের ও অনস্তের ভীরে অভিভূত হইয়া, পৰ্ব্বত-ভারবাহী কুৰ্ম্ম—দৈত্যগণের মোহনের জন্য এক দীর্ঘনিশ্বাস ত্যাগ করেন । সেই নিশ্বাসের কল্লোল যতদূর গিয়াছিল, ততদুর “কিলকিলা-দেশ।” সতী-দেবীর বরে, মহাবলবান কুলপাল ও দেশপাল, ভাগীরথীর পশ্চিমতীরে প্রসিদ্ধ হইয়াছিলেন। কুলপালের দুই পুত্র। হরিপাল ও অহিপাল। জ্যেষ্ঠ হরিপাল সিঙ্গুরের পশ্চিমে * নিজনামে হট্টবাপীযুক্ত একটা মহাগ্রাম স্থাপন করিয়া, তথায় ব্রাহ্মণ, তাতি, গোষ্ঠী ও সাঙ্গাইদিগের রাজা হইলেন । অহিপাল, মাহেশ ছাড়িয়া ত্রিবেণীর নিকট চক্রদ্বীপ (চাকদ ) ও ডুমুরদ্বীপ ( ডুমুরদ ) গ্রামে আসিয়া বাস করিতে লাগিলেন । অহিপালের তিনপুত্র। কৃতধ্বজ, বিভাণ্ড ও মহাবল কেশীধ্বজ । কেশীধ্বজ কিলকিলার পশ্চিমে যোজনান্তরে (?) সপ্তগ্রাম মধ্যে রাজা হইয়া বেথ ( ) জাতিকে পালন করিতে লাগিলেন। কৃতধ্বজের পুত্র, মহাবল বিরলি, সুগন্ধি নামক গ্রামে বসবাস করেন। বিভাও পূৰ্ব্বপারে বাণরাজার মন্ত্রী হইয়াছিলেন। তাহার বংশধরেরা, জগদ্বলে বাস করিতেছেন। সম্প্রতি যশোররাজ প্রতাপাদিত্য, ভাগিরথীর উভয় পাশ্বস্থ গ্রাম সমূহের রাজা হইস্বাছেন । রাজা কেশীধ্বজ, চান্দোল নামক স্থানে নানাস্থান হইতে কায়স্থ আনাইয়া রাজত্ব করিয়াছিলেন । এখন ব্রাহ্মীনদীর তীরে সেই কেশীধ্বজের বংশোদ্ভব কায়স্থগণ রাজত্ব করিতেছেন। শিবপুর ও বালুক ( বালি) গ্রামের মধ্যে এবং ভদ্ৰেশ্বরের নিকট শ্রীরামপুরাদি গ্রামে, ব্রাহ্মণ জাতির বাস। হুগলীর নিকট বংশবাটা ( বাশবেড়িয়া ) প্রভৃতি গ্রাম। এখানে খলাপি নদী, দামোদর হইতে আদি-গঙ্গার সহিত মিলিত হইয়াছে । খলসানি গ্রামে, ধীবর রাজার রাজত্ব। এখানে গঙ্গা ও যমুনা নদীর মধ্যে পাটুলী গ্রাম, কায়স্থ অধিবাসীদের অধীন। গোবিন্দপুরাদি গ্রাম, ভট্টপল্লী, কালীদেবীর নিকটস্থ শৃগালদহ (শিয়ালদহ ) এবং সারপল্পীও কায়স্থদিগের শাসনে সুক্ষছে। সৰ্ব্বশুদ্ধ তিন হাজার গ্রাম কিলকিলার অন্তর্গত। “— "محمه 7=-” বিশ্বসার-তন্ত্রের প্রথম পটলে, কিল-কিলাস্থ শিবলিঙ্গের বিষয় নিরুপিত

  • এখনও তাঁরক্লেশ্বর লাইনে হরিপাল গ্রাম বৰ্ত্তমান।

$ \t ./