পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

粥 কলিকাতা সেকালের ও একালের । বিক্রয় করে । তিনি বাঙ্গলার গণনীয় ভূস্বামীদের নিকট প্রস্তাব করিলেম—“আমি যোগল সরকারের পক্ষ হইতে দ্বিগুণ মূল্যে, সমস্ত স্বসঙ্গ কিমিয়া লইৰ। কেন আপনারী—সামান্ত অর্থলোভে, এই বিদ্রোহীদের পাহায্য করিতেছেন?” টোডরমলের কথায়, জমীদারেরা পাঠান-বিদ্রোহীদের নিকট রসদ বিক্রয় বন্ধ করিলেন । টোডরমল দ্বিগুণ, ত্রিগুণ, চতুগুণ মূল্যে তাহা মোগল তরফ হইতে কিনিয়া লইতে লাগিলেন। পাঠানগণ রসাভাবে *ङिईौञ झईग्रां *क्लेिळ } টােডরমলের সত্যবাদিত ও কার-নিষ্ঠায়, বলীয় জমীদারগণও তাহার পক্ষপাতী হইয়া পড়িলেন। অতি সহজে, রাজা টোডরমল, অবশিষ্ট অশাস্ত পাঠান-বিদ্রোহীদের হীনবল করিয়া দিলেন । রাজা টোডরমল, শাস্তির এই মুখাবসরে, বাদসাহের সাধারণ প্রজাবর্গের মুখস্বচ্ছদ বৃদ্ধি ও জমীদারদের নিকট সরকারের খাজনা আদায়ের সম্বন্ধে স্বৰ্যবস্থা করেন। ১৫৮২ খ্ৰীঃঅঙ্গে তিনি সমগ্র বঙ্গদেশ, বিহার ও উড়িষ্যাকে কতকগুলি সরকার বা পরগণা এবং চাকলায় বিভক্ত করিয়া জমীদারদিগকে গল্পকার-পক্ষ হইতে রাজস্ব-সংগ্রাহক নিযুক্ত করেন। হিন্দুরা যে সমস্ত জায়গীর ও ভূসম্পত্তি ৰাদসাহের নিকট দানরূপে পাইয়াছিলেন, বা যে সকল জমীদারি তাহারা ভোগ করিতেছিলেন, রাজা টোডরমল কায়েমি-ৰন্দোৰন্ত করিয়া, সেগুলি তাছাদের প্রত্যপণ করেন । ইহাতে বঙ্গদেশের জমীদারেরা" পুর্ণান্তঃকরণে বাদসাহের স্থিতাকাঙ্গী হইয় তাহার আমুগত্য স্বীকার করে ও বিদ্রোহ-সংকুল বঙ্গদেশে তখনকার মত শান্তি স্থাপিত হয়। মহারাজ টোডরমল, ঘোষণা করিয়া দিলেন—“ধাহারা ভূতপূৰ্ব্ব পাঠান নৃপতিদের আমলে, রাজকাৰ্য্য পরিচালনা করিয়া যশস্বী হইয়াছেন, তাহারা বিনা-সঙ্কোচে, বিনা ভয়ে, আমার সহিত সাক্ষাৎ করিতে পারেন।” টোডরমলের এই অভয়-বাণীর কথা জ্ঞাপন করিল। . তাহারা যখন বুঝিলেন, টোডরমলের সহিত সাক্ষাতে কোন ভয়ের কারণ নাই, তখন দুই ভ্রাতা মহারাজের সহিত রাজমহলে সাক্ষাৎ করিলেন। . রাজা টোডরমল গুণ-গ্রাহী ছিলেন। তিনি বিক্রমাদিত্য ও বসন্তরায়ের প্রস্থাৎ রাজস্ব ও দেশের শাসন-নীতি সম্বন্ধে সমস্ত কথা অবগত হইয়া, ষ্ঠাহীদের প্রচুর বিস্তুদানে যথেষ্ট সম্মানিত করেন। ভাগ্যলক্ষ্মী হায় প্রতি প্রসন্ন, তাহার প্রতিভার কোন স্থানেই অনাদৰ