পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w.yo কলিকাতা সেকালের ও একালের । ইহার পর ভীষণ বর্ষ আসিল । কয়েক দিন ধরিয়া, অনবরত প্রচুর বৃষ্টি হওয়ায়, সমস্ত দেশ জলে পরিপূর্ণ হইল। উন্নত স্থান সমূহ দ্বীপাকার ধারণ করিল। বিষাক্তসৰ্প, কীট, মশক, জলৌকাগণ, বাদা-ভূমিস্থিত মোগল শিবিরে—সৈন্যগণ মধ্যে মহা উৎপাত উপস্থিত করিল। সুযোগ বুঝিয়। যমরাজের প্রধান সেনানীরূপে জরও মোগল-শিবিরে প্রবেশ করিল। ইহার উপর মোগল-শিবিরে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল । এই ভীষণ সময়ে উপযুক্ত অবসর বুঝিয়া, প্রতাপ চারিদিক হইতে শত্রু-শিবির আক্রমণ করিলেন। কয়েক দিনের দিবা-রাত্র-ব্যাপী যুদ্ধে, জনকয়েক প্রসিদ্ধ মোগল-সেনাপতি নিহত হইলেন । প্রতাপের পক্ষেও বহু লোক ক্ষয় হইল। এ কিস্ত প্রতাপই পরিশেষে এই ভীষণ যুদ্ধে জয়ী হইলেন। এই যুদ্ধের পর, সমস্ত বঙ্গদেশ মোগল-শাসন-পাশ হইতে মুক্ত হইয়া, হিন্দুরাজ্যে পরিণত হইল। এই শোচনীয় পরাজয় সংবাদ, যথাসময়ে দিল্লীতে পৌছিল । আকবরসহ তখন মৃত্যু-শয্যায় শায়িত। আগ্রার রাজপ্রাসাদ মধ্যে, তখন মহা হুলস্থল ! আগরার সিংহাসন লইয়া, তখন মহাবিপ্লব উপস্থিত হইবার পূর্ব-স্বচনা দেখা দিয়াছে। মহারাজ মানসিংহ উপযুক্ত অবসর বুঝিয়া, ভাগিনেয় সাহাজাদ খসরুকে, সিংহাসনে স্থাপিত করিত্তে প্রাণপণে চেষ্টা করিতেছেন । সুলতান সেলিমের ( ভবিষ্যৎ জাহাঙ্গীর ) ভাগ্য-সূত্রও এই বিপ্লব-স্রোতে প্রবলভাবে আন্দোলিত। রাজ্যের প্রধান প্রধান মন্ত্রী, সেনাপতি ও আমীরওমরাহ-বৰ্গ উভয়পক্ষেই বিভাজিত। এই ভীষণ সময়ে, আকবরসাহের নিকট বঙ্গদেশে হিন্দু কর্তৃক মোগলের পরাজয় সংবাদ পৌছিল। নিয়তিবশে মহাশক্তিমান সম্রাট আকবরস্থাহ-ইহলীলা সম্বরণ করিলেন। সেকেন্দ্রার সমাধি-গর্তে, তাহার বার-দেহ—সমাহিত হইল। “দিল্লীশ্বরোব-জগদীশ্বরোবা” এই শৌর্য্য-বীৰ্য্য গৌরব-জ্ঞাপক বিশেষণ সেই দিন হইতে লোপ পাইল। মোগল-সাম্রাজ্যের চুড়া খসিয়া পড়িল । মৃত্যুকালে আকবরসহ, জ্যেষ্ঠ পুত্র সাহাঙ্গাদা সেলিমকে, সিংহাসনের অধিকারী-রূপে নির্দেশ করিয়া যান। সেলিম "জাহাঙ্গার” উপাধি ধারণ করিয়া, ভারতের সিংহাসনে উপবিষ্ট হইলেন। মানসিংহ ও আজিম থা বিফল মনোরথ হইয়া, নব বাদসাহের কোপমুখ হইতে আত্মরক্ষা করিবার জষ্ঠ, রাজধানী ছাড়িয়া পলয়ন করিলেন । -് അങ്ങ--lഷ് বশীরস্থাটের অপর পারে, ईgt* *ौ ऊरहे थई লোকক্ষয়-কর ভয়ঙ্কর yw হয় ।