পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। কি কাজে গুরুর তোষ, ইজিতেতে শুনি তব ভ্রাতৃ-অন্বেষণ কর যাছমণি। মানসিংহ গুরুপুত্র করে অন্বেষণ কালীঘাটে দেখা হল, নাম লক্ষ্মীনারায়ণ । শিষ্ট শাস্ত সুবুদ্ধি আর তেজীয়ান অতি বালক হলেও বিজ্ঞ আছিল সুনীতি । রাজা জিজ্ঞাসিল ভাই–মাতৃচরণ কই চরণামৃত দাও, গুরু ঋণ-মুক্ত হই। লক্ষ্মী নারায়ণ কহে—মাতৃ আজ্ঞা শুন মর্যাদা হীন জীবনে নাহি কাজ কোন । নুপ বলে প্রতিজ্ঞা ত জান মোর স্থির গুরুর আদেশ রক্ষায় আছে এ শরীর। আজি হতে তব ইচ্ছা যত লও ভূমি কুলীনে ধরুক ছাতা অন্নদাতা তুমি । পিত্রাদেশ আছে এই কুল কর চুর্ণ তাহার মানস তাহে হবে পরিপূর্ণ। 嶺 臺 粥 蠍 嶺 齋 嶺 ভবাননী সহচর কম্বিন শুয়ার ইচ্ছামত তব রাজ্য হবে যে বিস্তার । উত্তররাঢ়ী কায়স্থ, দ্বিজ ভক্ত এক লক্ষ্মীর সন্ধানে ক্লেশ পায় সে কতেক । ,ক্ষুদ্র ভূমীশ বটে, দেব দ্বিজেতে সুমতি মানসিংহের আজ্ঞায় রাজস্বে নিস্কৃতি ।* গঙ্গাবাসে স্থান নাহি চাহি যে নিষ্কর পিতৃযজ্ঞে ভূস্বামীর পুজা শ্রেষ্ঠতর। তথাস্তু বলিয়া তারে মহাশয় কয় । তদবধি নারায়ণ সস্তুতি মহাশয় । লক্ষ্মীর অতুল বিত্ত রায়চৌধুরী খ্যাতি কন্যাদানে কুল নাশে কুলের দুর্গতি ।

  • রাজা শূদ্রমণি ।