পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

이 কলিকাতা সেকালের ও একালের । কুম্ভমাট মত কুলীন উঠিয়া মাথায় । পদতলে দলিত মানহীন এ ধরায় ।

  1. 齋 豪 豪 লক্ষ্মীর আরাধ্য কালী, যাহে স্থিরামতি অদূরে বড়িশা তথা করিলা বসতি। যতকালু কালীঘাটে কালিকার স্থিতি লক্ষ্মীনাথে কুল ভঙ্গে সাবণের মতি।

癸 擲 嶺 豪 কালীঘাট কালী হ’ল চৌধুরি সম্পত্তি হালদার পূজক এই ত তার বৃত্তি। ক্রমে জ্ঞাতি কুটুম্বে দেয় যতেক বৃত্ত কুলীন কুল নাশে সৰে চল প্রবৃত্ত। ৫২ মানসিংহ যদা যায়, পুনঃ কাশীবাসে কহে গুরু আজ্ঞা সিদ্ধ, গুরু অভিলাষে । জাতুক না জাতুক অস্ত্রের কেহ বিদ্যা সৈন্সের রক্ষণে পটু চৌধুরী অনবদ্যা । ৫৪ সারাবলীর অন্তর্গত মেলমাল । 發 মঙ্গরাজ মানসিংহ, বারাণসী হইতে বহির হইয়া, বৰ্দ্ধমানের পথ ধরিলেন । মহারাজ প্রতাপাদিত্যও এদিকে মানসিংহের বঙ্গপ্রবেশ বার্তা অবগত হুইয়া, যাহাতে তিনি গঙ্গাপার হইতে না পারেন, তাহার বন্দোবস্তে ব্যস্ত রঙ্গিলেন । তাঁহার নৌ-সেনাপতি, রডা সপ্তগ্রামে উপস্থিত হইয়া মোগলসৈন্তের পথরোধ করিবার আয়োজন করিলেন। মানসিংহ বঙ্গে আগমন সময়ে রূপরাম ও কচুরাষ্ট্রের সন্ধান পান। প্রতাপের গৃহের গৃহ কথা জানিতে পরিবেন বলিয়া, তিনি তাহদের সঙ্গে লন । মানসিংহ যখন যেখানে উপস্থিত হইতে লাগিলেন, সেই স্থানের প্রজারা ঘরদ্বার ছাড়িয়া, মোগল-সেনাদের ভয়ে নানা স্থানে প্রলীয়ন করিতে লাগিল। এইরূপে অনেক নগর ও গ্রাম জনশূন্য হইয়া পড়িল। ক্ষুদ্র ক্ষুদ্র জমীদার ও প্ৰজাগণের পলায়ন হেতু অনেক সময়ে মানসিংহকে রসদের জন্য বড়ই কষ্ট পাইতে হইয়াছিল। - * * মানসিংহু, প্রণিধি-মুথে প্রতাপের সৈন্য-সমাবেশ ব্যবস্থা বুঝিয়া, দ্রুতপাদ বদ্ধমানে উপস্থিত হন । নদীবক্ষে একথানিও নৌকা নাই, নৌকা বাহিবা ।