পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wya কলিকাতা সেকালের ও একালের । কথা জানিতে পারা যায়। নিকোলাস পিমেন্ট বলিয়,একজন পটুগীজ,র্তাহার তৎসময়ে লিখিত, পত্রাবলী ইউরোপে মুদ্রিত করেন । এই পত্রগুলি, পরিশেষে লাটিন ও ফরাসী ভাষায় অমুৰাদিত হয়। পিমেন্টে-গোয়ার প্রধান মিসনী ছিলেন। তিনি গোয়াতেই থাকিতেন। ১৫৯৮খ্ৰীষ্টাব্দে তিনি ফার্ণাণ্ডেজ ও জোসা নামধেয়—দুইজন পাদরীকে বঙ্গদেশে প্রচারার্থে প্রেরণ করেন। এই দুই জন পাদরী ১৫৯৮ খ্ৰীঃন্ধের ৩রা মে কোচিন হইতে যাত্রা করিয়া, আঠার দিন পরে, “পোর্ট-পিকানোতে” (সপ্তগ্রামে) উপস্থিত হন। তাহার পর নদীপথে র্তাহারা “গুলো বা গোলি’তে উপস্থিত হন। এই গোলিই, হুগলীর নামান্তর। র্তাহাদের এই “গোলিতে” অবস্থান ক’লে—চওঁীখানের রাজা, তাহাদিগকে—তাহার রাজ্য দেখিবার জন্য নিমন্ত্ৰণ করিয়া পাঠান। ফার্ণগুেজ, রাজার অনুরোধ রক্ষার জন্ত, জোসাকে চওঁীখানে পাঠাইয়া দেন। জোস, রাজার দরবারে মহা সম্মানের সহিত গৃহীত হন। এই ঘটনার একবৎসর পরে, পিমেন্টা—ফনসেক ও বাউজ নামক দুইজন মিসনরীকে আবার বঙ্গদেশে পাঠাইয়া দেন। ১৫৯৯ খ্ৰীষ্টাব্দে, সম্ভবতঃ তাহারা চট্টগ্রামে উপস্থিত ছন। ১৫৯৯ খ্ৰীষ্টাব্দের ২২ ডিসেম্বরে, ফাৰ্ণাণ্ডেজ, পিমেন্টোকে শ্ৰীপুর হইতে এক পত্র লেখেন। এই শ্ৰীপুর-চাদরায় ও কেদাররায়ের রাজধানী। ইহার কয়েক মাস পরে (২০ জানুয়ারি ১৬s • ) খ্ৰী:অবে, ফন্‌সেকণ চণ্ডী-খী হইতে পিমেন্টাকে গোয়াতে একপত্র লেখেন। এই পত্রে কি করিয়া, তিনি চট্টগ্রাম হইতে যশোহর রাজধানীতে উপস্থিত হইয়াছেন—পথিমধ্যে র্তাহাকে কি কি অসুবিধা ভোগ করিতে হয়,--আসিবার সময়, বাকল রাজধানীতে (প্রতাপ-জামাতা, রামচন্দ্ররায়ের রাজধানী) কিরূপ আদর অভ্যর্থনা পান, এই সব কথাই লেখা ছিল। ফনসেকার এই পত্ৰখানি নানাবিধ জ্ঞাতব্য-কথায় পরিপূর্ণ। প্ৰতাপজামাতা রামচন্দ্র রায় সম্বন্ধে তিনি লিখিতেছেন—“বাকলার

  • মি: হেনরী বেভারিজ, বঙ্গের একজন সুবিখ্যাত সিবিলিয়ান। সিবিল সার্কিস হইতে বিদায় গ্রহণের পূৰ্ব্বে, তিনি আলিপুরে ও মুর্শিদাবাদে ছিলেন। সে আজ প্রায় পাচশ বৎসরের কখ। তাছার আলিপুরে অবস্থান সময়ে, ঘটনাক্রমে,এই দীন লেখকের সহিত, উহার পরিচয় হয়। সেই পরিচয়, পরিশেষে আত্মীয়তায় দাড়াইয়াছিল। তিনি আমাকে যথেষ্ট শ্লেষ্ট করিতেন। তিনি সেই সময়ে “কলিকাতা-রিভিউ”—নামক পত্রিকার, নন্দকুমারের ইতিবৃত্ত লিখিতে আরম্ভ করিয়াছেন। আমিও সেই সময়ে, পূজনীয় খ্ৰীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত, সে-কালের ভারতীতে নলকুমার লিখিতে আরম্ভ করিয়াছি। বেভারিজ সাহেব, হাইকোর্ট হইতে নলকুমারের মোকদম ঘটিত, যেসমস্ত কাগজ পত্রের নকল পান, সবই আমায় ব্যবহার করিতে দিয়াছিলেন। তিনি ও তাহার বিজুৰী-পত্নী এনেট, মোগলরাজত্বের আকবরী-আমলের ইতিহাস ও ইংরাজের यषव जांभप्लुब इउिशन नषरक चानक अवच ७ ५णकानि गिषिद्रा निब्राप्इन। विप्नग