পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

うob" কলিকতা সেকালের ও একালের । খোদিত মুখমণ্ডল দেখিতে পাইবি । উহা যথোপযুক্ত স্থানে স্থাপন করিম, আমার পূজাৰ্চনাদি দ্বারা, তুই অভীষ্টমত সিদ্ধিলাভ করিতে পারিস ।” এই প্রত্যাদেশ পাইয়া, কালীকুও তীরে অনুসন্ধানের ফলে, তিনি ব্ৰক্ষা স্থাপিত, বৰ্ত্তমান কালীদেবীর কৃষ্ণবর্ণ গ্রস্তরখোদিত মুখমণ্ডল প্রাপ্ত হন এবং ঐ কালীকুণ্ডের পশ্চিম তীরে,যেখানে বর্তমান কালী-মন্দির আছে, তথায় প্রতিী করেন। অপরস্তু—কালীর সেবার জন্ত, উক্ত স্থানের জমী নির্দিষ্ট করিয়া দিয়া, মনোহর ঘোষাল নামক এক ব্যক্তিকে কালীদেবীর পরিচারক নিযুক্ত করেন। কালীঘাটের বন কাটাইয়া তিনিই প্রথমে কালীর ক্ষুদ্রমন্দির নির্মাণ করাইয়া দেন। কেশব রায়ের চতুর্থ পুত্র—সন্তোষ রায়, পিতৃ-আজ্ঞা-ক্রমে কালীর ক্ষুদ্র ইমারতের স্থানে, প্রথমতঃ একটা ছোট খাট মন্দির প্রস্তুত করিয়া দেন। পরে এই ছোট মন্দিরটা ভাঙ্গিয়া যাওয়ায়, সাবর্ণ-চৌধুরী বংশীয় রাজীবলোচন রায় চৌধুরী মহাশয়, আলিপুরের তদানীন্তন কলেষ্টার মিঃ ইলিয়াট সাহেবের অনুমতি ক্রমে, বৰ্ত্তমান কড় মন্দিরট নিৰ্ম্মাণ করিয়া দেন। সন্তোষ-রায়ই এই বড় মন্দিরের নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ করেন। কিন্তু তিনি ইহার পরি সমাপ্তি দেখিতে পান নাই।* আর একটী জনপ্রবাদ এই–বর্তমান কলিকাতার পান-পোস্তার দক্ষিণে নে, স্থানকে পুরাতন পোস্ত বলে—পূৰ্ব্বে সেই স্থানে,একট ক্ষুদ্র কালী-মন্দির ছিল। কোনও সময়ে, সেই ক্ষুদ্র পুরাতন মন্দির ভাদিয়া পড়ায়, সেই পুরাতন তীর্থ স্থান লুপ্ত হয় । এই মন্দিরের নিকট, গঙ্গাতীরে একটা সুবিস্তীর্ণ পোস্ত গাথা ছিল। কালীতীর্থ-দর্শনার্থীদের ও নিকটবর্তী গ্রাম সমূহের অধিবাসীদের সুবিধার জন্য,সেই পোস্তায় একটা করিয়া হাট বসিত। মন্দির পড়িয়া গেলেও, পোস্ত বর্তমান থাকায়, হাট বসিবার পক্ষে কোনরূপ অসুবিধা হষ্টত না। ক্রমে কালীঘাট নাম লুপ্ত হইয়া, উহা “পোস্তার-হাট” বলিয়া সাধারণের পরি চিত হয়। বহুকাল পূর্বে,এক দল কাপালিক—গঙ্গাসাগরে তীর্থ-যাত্রা করিতে ৰাইতেছিলেন। তাছার উপরোক্ত মন্দিরের ভগ্নস্তুপ মধ্যে অনুসন্ধান করিয়া ইষ্টক-রাশির মধ্য হইতে, চরিটা ছিদ্র-সংযুক্ত ত্রিকোণারুতি একখানি প্রস্তর ফলক প্রাপ্ত হন। জনরবে প্রকাশ–ইনিই কালীঘাটের কালী। এই কৃষ্ণবর্ণ প্রস্তরখণ্ড লইয়া, তাহারা গভীর জঙ্গলে প্রবেশ করেন । র্তাহীদের তত্ত্ব-সক্ষত পূজায়, সময়ে সময়ে নরবলির প্রয়োজন হয়—এজন্য লোকালয়ের নিকট উক্ত কাণমূরি পুজা নিতান্ত সুবিধাজনক মহে ভাবিয়া, উাহারা–কালী 张 কর্মীক্ষেত্র দীপিকা—৫৮ পৃঃ । SAAAA AASAASAASAASAASAASAASAASAASAASAAAS