পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়। >›ፃ দল-সমাকীর্ণ নির্জন স্থানে বাস করিয়া, ভগবতীর পূজা ও ধ্যানে তাহার লবন কাটিয়া যাইত। কথিত আছে—তিনি অস্তুর্যোগে নিমগ্ন থাকিয়া, ধ্যানে কালীর সাক্ষাৎকার লাভ করিয়াছিলেন। যে সকল নাগা, দণ্ডী, ভৈরব, অবধূত শ্ৰেণীভুক্ত সন্ন্যাসীরা, কালীপীঠ দর্শনার্থী হইয়া, সেই স্থানে আগমন করিতেন $াচার। তাহাকে “গুরু-ব্রহ্মচারী” বলিয়া সম্বোধন করিতেন। ভুবনেশ্বরের এই অলৌকিক সাধনা ও নিষ্ঠাবৃত্তি, এবং যোগ-শক্তি দেখিয়া, যশোরের রাজা বসন্ত-রায় তাহার শিষ্য হন । সন্তানাদির মধ্যে, ভূবনেশ্বরের এক কন্যা ছিল । খনিয়ান নিবাসী, ভবানী দাস চক্ৰবৰ্ত্তীর সহিত—ভুবনেশ্বর সেই কন্যার বিবাহ দেন। ভবানীদাস— মুরাই মেলের, কাশ্বাপ-গোত্রীয়, চণ্ডীবর চক্ৰবৰ্ত্তীর (তপস্বী) সস্তান । ভবানীদাসের পিতার নাম—পৃথ্বীধর। পৃথ্বীধর, তীর্থভ্রমণে বহির্গত হইয়া দীর্ঘকাল গুহে প্রত্যাগমন না করায়, ভবানীদাস পিতৃ-অন্বেষণে বাহির হইয়া, নানাস্থানে ঘুরিতে ঘুরিতে পরিশেষে কালীঘাটে উপস্থিত হন । * ভবানীদাস কালীঘাটে পৌছিয়া, ভূবনেশ্বরের নিকট আশ্রয়-গ্রহণ করেন। ভূবনেশ্বর, ভবানীদাসের পরিচয় পাইয়া এবং তাহার গুণে মোহিত হইয়া, তাহার একমাত্র কন্যাকে বিবাহ করিবার জন্য অনুরোধ করেন । ভবানীদাস ইতিপূৰ্ব্বেই বিবাহিত, কিন্তু তিনি ভুবনেশ্বরের অনুরোধ এড়াইতে না পারিয়া, তাহার কন্সাকে, দ্বিতীয় পত্নীরূপে গ্রহণ করিলেন । এই ভূবনেশ্বর ব্রহ্মচারীর সময় নিরূপণ করিবার জন্য, একটু আলোচনা করা প্রয়োজন। ভবানীদাসের পিতা পৃথ্বীধর, চণ্ডীবর চক্রবর্তীর (তপস্বী) পুত্র। এই চণ্ডাবর দেবীবর ঘটকের মেল-বন্ধন সময়ে বর্তমান ছিলেন এবং মুরাই-মেলে পরিগণিত • হন । অতএব দেখা যাইতেছে, দেবীবরের অব্যবহিত পরেই, ভূবনেশ্বর বর্তমান ছিলেন। এক্ষণে দেবীবরের সময় নির্ণীত হইলেই, ভূবনেশ্বর ব্রহ্মচারীর সন্ধান পাওয়া যাইবে। যখন স্মাৰ্ত্ত-রঘুনন্দন ভট্টাচাৰ্য্য,বঙ্গের বর্তমান আচার-ব্যবহার বিধিপ্রবর্তক স্মৃতিশাস্ত্র সংগ্রহ করেন, নিমাই গৌরাঙ্গ গৃহত্যাগী হইয়া, সন্ন্যাসধৰ্ম্ম গ্রহণ ও ভক্তিপ্রধান বৈষ্ণব-ধৰ্ম্ম প্রচার আরম্ভ করেন এবং মহাপণ্ডিত রঘুনাথ শিরোমণি, মিথিলায় প্রধান নৈয়ায়িক পক্ষধর মিশ্রকে বিচারে পরাস্ত করিয়া, ক্টায়-শাস্ত্র-পাণ্ডিত্যে, সমগ্র ভারতে ও নবদ্বীপে, তাহার প্রাধান্ত সংস্থাপন করেন এবং “চিন্তামণি-দীধিতি” নামকু, প্রসিদ্ধ ন্যায়-গ্রন্থ প্রণয়ন করেন, সেই

  • কলীগে এ -