পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় । ఫిషిd _কালীমূৰ্ত্তি প্রকাশের পর—কোন সময়ে, কোনধর্থাত্মা ব্যক্তি দ্বারা,কালীর প্রথম মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল, তাহা জানিবার কোন উপায়ই নাই । ভুবনেশ্বর ব্রহ্মচারীর সময়ে, কালীর একটা মাত্র স্থদ্র মন্দির ছিল। এই মন্দির শেহরের, রাজা বসন্তুরায় কর্তৃক নিৰ্ম্মিত—এইরূপ প্রবাদ অাছে। বসন্তরায় কর্তৃক প্রতিষ্ঠিত, ঐ ক্ষুদ্র মন্দির নির্শিত হইবার পূৰ্ব্বে, কালীমূৰ্ত্তি এক পর্ণ কুটার মধ্যে রক্ষিত হইত। একটা প্রবাদ আছে—যে কেশবরায়, কালীর জঙ্ক এক ক্ষুদ্র ইমারত প্রস্তুত করাইয়া দেন এবং তাহার পুত্ৰ সন্তোষরায়, ঐ ইমারতের স্থানে, একটা ছোট সন্দির নির্মাণ করেন। কিন্তু ইহাও প্রামাণ্য বলিয়া বোধ হয় না। আমাদের বাঙ্গালাদেশের মন্দির প্রভৃতি ইমারত—বহুদিন পর্য্যস্ত বর্তমান থাকে । এখনও তিন চারি শত বৎসরের পুরাতন মন্দির দেখিতে পাওয়া যায়। সন্তোষরায় যে ক্ষুদ্র মন্দির নির্মাণ করেন, তাহ যে তাহার ভ্রাতু-পুত্রের সময়ে ভাঙ্গিয়া গেল, একথা প্রামাণিক নহে। তবে—একটা ঘটনা, যাহ{ আমরা এস্থলে লিপিবদ্ধ করিতেছি—তাহা যদি নিতান্ত কল্পিত না হয়, তাঙ্গ হইলে বোঝা যায়—কোন সামাজিক কারণে, সন্তোষরায় সমাজপতি রূপে অনেক টাকা প্রাপ্ত হন । সেই টাকাটা, তিনি সমাজে বিতরণ না করিয়া, বৰ্ত্তমানের সুবৃহৎ কালীমন্দির নিৰ্ম্মাণার্থে দান করেন। এই ক্যাপারে সন্তোমরায় নগদ পচিশ হাজার টাকা প্রাপ্ত হন। সম্ভবতঃ—সস্তোষরায় কালীর সাবেক মন্দিরট অতি ক্ষুদ্র ভাবিয়া, তাহ বড় করিয়া নিৰ্ম্মাণের জন্য, এই টাকা প্রদান করিয়াছিলেন। যে কারণেই হউক না—কেন, কালীঘাটের বৰ্ত্তমান মন্দির, সন্তোষরায়ের আমলেই, তাহার প্রদত্ত অর্থে নিৰ্ম্মিত হইত্তে , আরম্ভ হয় । কিন্তু দুঃখের বিষয় এই—তিনি এই স্ববৃহৎ মন্দিরের নির্মাণকাৰ্য্য শেষ হওয়া পৰ্য্যন্ত দেখিতে পান নাই। সন্তোষরায়ের মৃত্যুর পর, তাহার পুত্র রামলাল রায়, ও ভ্রাতু-পুত্র রাজীবলোচন রায়ের যত্নে, বর্তমান বড় মন্দির, ১৮৭৯ খৃষ্টাব্দে-সম্পূর্ণ হয়। আজকাল আমরা যে মন্দির মধ্যে প্রবেশ করিয়া, দেবী-কালিকার পূজা দিয়া থাকি—তাহ এক শতাব্দীর উপর নির্মিত। আজও অচল অটল ভাবে থাকিয়া, এই মাতৃমন্দির সন্তোধরায়ের স্বর্ণময় কাত্তিস্তম্ভরূপে—বিরাজমান রহিয়াছে। কালীক্ষেত্র-দীপিকাকার বলেন— কলিকাভার দক্ষিণাঞ্চলে খুব কম ছিল । তাহার প্রদত্ত ব্রহ্মোত্তর লইয়া, এখনও অনেকে सौर्न SBBBBBBBS BD BBuB KDDDS BBBBBS BBBBBS BBBB BDD *१९ ॐशश्न कौष्ठि-¢कtष% कन्निरठtछ् । 瞳