পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SYS কলিকাতা সেকালের ও একালের। “সন্তোষরায় কলিকাতার দক্ষিণ অঞ্চলের সমাজপতি ছিলেন। তাহার সময়ে কলিকাতার তদানীন্তন প্রধান ধনী, বাবু কালীপ্রসাদ দত্ত, কোন সামাজিক ক্রিয়া উপলক্ষে, দক্ষিণ সমাজের ব্রাহ্মণগণকে আহ্বান করেন। সূন্তোষরা বড়িশা, সরগুনা, বেহালা, কালীঘাট প্রভৃতি গ্রামের ব্রাহ্মণগণকে উক্ত কালীপ্রসাদ দত্তের বাটাতে, সভ্যস্থ হইতে অনুমতি দান করেন। এই জন্য ব্রাহ্মণদিগের সম্মান ও বিদায় জন্ত, কালীপ্রসাদ দত্ত ২৫ হাজার টাক, সমাজপতি সন্তোষরায়ের নিকট পঠাইয়া দেন। পূৰ্ব্বে বলা হইয়াছে, সাবর্ণ মহাশয়েরা ঘোর শাক্ত। বিশেষতঃ এই সময়ে—কালীঘাটের অনতিদূরে কলিকাতার উন্নতির সহিত, কালীঘাটে যাত্রীসংখ্যা ক্রমশঃ বৃদ্ধি হইতে লাগিল। কিন্তু দেবীর—তদুপযুক্ত মন্দিরাদি ছিল না। বহুকালের পুরাতন, যে ছোট মন্দির ছিল, তাহা ক্রমশঃ জীর্ণ হইয়া যাইতেছিল। এই জন্য কালীপ্রসাদ দত্ত প্রদত্ত টাকা, সামাজিক ব্রাহ্মণগণকে বিভাগ করিয়া না দিয়া, সন্তোষরায় সমাজস্থ ব্রাহ্মণগণের অভিমত লইয়া, সেই টাকায়—কালীর পুরাতন ছোট মন্দির ভাঙ্গিয়া, বড় মন্দির নিৰ্ম্মাণের অভিপ্রায় প্রকাশ করেন। কিন্তু কি ব্যাপারে, কালীপ্রসাদ দত্তের নিকট, সন্তোষরায় এই পচিশ হাজার টাকা প্রাপ্ত হন—তাহার একটা সুন্দর গল্প, প্রাণকৃষ্ণ বাবু, লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। আমরা সেটা—আদ্যোপান্ত উদ্ধত করিবার লোভ সম্বর করিতে পারিলাম না। সকল গল্পই একেবারে ভিত্তিহীন হয় না । তাহার মূলে কিছু না কিছু—সতা থাকে। এই গল্পট হইতে, তৎকালীন সমাজের লোকের অবস্থা, মতিগতির ও রেষারেষির ব্যাপার জানিতে পারা যায়। যে সামাজিক দলাদলির ব্যাপার লইয়া, সেই সময়ে কলিকাতায় একটা মছা হুলস্থল ঘটিয়াছিল—তাহা এই। শ্রেীড়রাজারের নরকৃষ্ণু মহারাজ-প্রবাশ-যুদ্ধের পরে, প্রচুর ধনশালী ও প্রতিষ্ঠাবান হওয়াতে—সে কালের বনিয়াদি ধনবানদের অনেকেরই চক্ষুশূল হন। চূড়ামণি দত্ত—নামক এক ধনী-কায়স্থ, রাজার প্রতিবেশী ছিলেন। তাহার পুত্র-কালীপ্রসাদ দত্তের_নামে গ্রেস্ট্রীট হইতে চিৎপুর রোড পর্যন্ত একটা বিস্ত্রণ রাস্ত আজও বর্তমান। স্থৰ্ব্বে উন্ন রাজু নবকৃষ্ণের টু পর্যন্ত বিস্তৃত ছিল মসজিদবাড়ী দ্বট হইতে,নীলমণি সরকারের লেন, যেখানে কালীপ্রসাদ দত্তের ষ্ট্রটে প্রডিয়াছে ঠিক তাগ সম্মুখে, চুড়ামণি দত্তের দক্ষিণমুখী রোজা ছিল। ফটক নহে_রহৎ চৌকাট BBB BBBB BBBB BBBBi BBBB BB BBB BBB