পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Bly কলিকতা সেকালের ও একালের সুগভীর ও গঙ্গার নিকটবর্তী হওয়ায়, জলসেচন করিলেও ইহা ক্ষণমধ্যে আবার জলে পরিপূর্ণ হষ্টয়া উঠিয়াছিল। 娜 ইহাই “কালীকুণ্ডের ইতিহাস। এই কুও--হিন্দুর চক্ষে কাশীর জ্ঞান বাপীর স্থায়-অতীব পবিত্র পুণ্যক্ষেত্র। এই হ্রদতীরেই কালী-দেবীর প্রস্তরময় মুখমণ্ডল এবং পদাঙ্গুলি পাওয়া যায়। কালীকৃণ্ডের পবিত্র নাম, কালীঘাটের স্থাপন এবং প্রাচীন স্মৃতির সহিত সম্পূর্ণরূপে বিজড়িত। দেবীর নিত্যপূজার জন্য, যেমন একজন পুরোহিত নিযুক্ত আছেন—তেমনি তাহার নিতা-বেশ-ভূষা ও সাজ-সজ্জাদি পরাইবার জন্য,বেশকারগণও আছেন। ইষ্টার কালীর “মিশ্র” বলিয়া আখ্যাত হন । কোন সময়ে, কাতার আমল হইতে, ভবানী-দেবীর এই বেশকার-মিশ্ৰগণ নিযুক্ত হইয়াছেন, তাহণ ঠিক করা সুকঠিন। তবে এই পৰ্য্যন্ত বলা যাইতে পারে, যে পূজার জন্য স্বতন্থ পুরোহিত নিযুক্ত হইবার সময় বা তাহার কিছু পরবর্তী সময়ে—এই বেশকার-মিশ্ৰগণ নিযুক্ত হইয়াছেন । পুরোহিত ও বেশকার-মিশ্ৰগণ, কালীর অধিকারী হালদারগণের মত, পুরুষ-পরম্পরায় ঐ পদের উত্তরাধিকারী হইয়া আসিতেছেন। আরতির পর, মন্দিরের দ্বার রুদ্ধ করা ও পুনরায় প্রাতে দারোদঘাটন করার ভার, এই মিশ্ৰগণের উপর সংন্যস্ত ! তবে অধিকারীগণ র্তাহীদের কার্য্যের উপর তত্ত্বাবধারণ করিয়া থাকেন । যে যে বিষয়ে কালীর নিত্য আয়-ব্যয় সংকুলান হয়, তাহার একটা মোটামুটী তালিকা, আমরা নিম্নে সংগ্ৰহ করিয়া দিতেছি । আয় | ব্যয় । - নিতা-পূজার নৈবেদ্যাদি। --- প্রদত্ব অর্থ ১ । দর্শনার্থী—যাত্রীগণ প্রদত্ত অ পুরোহিতের দক্ষিণ । ( কালী, নকুলেশ, শু্যামরায় ও বেশকার-মিশ্রগণের দৈনিক মনসার প্রণামী )। বেতন । ২ । যাত্ৰীগণ প্রদত্ত পূজার দ্রব্যাদি। བཱ་ཡཱ་ཀཱ་རཱ་ ‘. : -- বাজায় ), পশু-বলির ক ৩ । পশুবল্লির দক্ষিণ । প্রভৃতির দৈনিক বেতন। ৪ । উৎসর্গীকৃত ছাগমুণ্ড । ৫ । মন্দির রক্ষার আটজন প্রহরীর ৫। অতিরিক্ত পূজা-প্রণামী ও দৈনিক বেতন । ভক্তগণ প্রদত্ত বিবিধ উপহার । 蠶 ও পুরী-সন্মার্জকের ৬ । কালীর নামের দেবোত্তর সম্প- দৈনিক বেতন । ত্তির উপস্বত্ব প্রভৃি কালীমতি ও গুণমরায়বি গ্রহের পস্বত্ব প্রভৃতি। ভোগের দ্রব্যাদি ও বৈকাগিব।