পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। ՖԳՏ) rগিল, কিন্তু মোগল-বাদসাহ ঔরঙ্গজেব, দক্ষিণাত্যের যুদ্ধে ব্যস্ত এবং স্থানীয় মোগল শাসনকৰ্ত্তারাও শক্তিহীন—কাজেই তাহদের কেহই প্রজাদের রক্ষার্থে অগ্রসর হইলেন না । কিন্তু এই মহাপ্রাণ ইংরাজ অঙ্গিয়ারের চেষ্টায়, জলসু্যদের উপদ্রব কমিয়া গেল। ইংরাজের ক্ষুদ্র ক্ষুদ্র রণতরিগুলি, কামান রইয়া, ক্রমাগতঃ ভারতের পশ্চিমোপকুলে পাহারা দিতে লাগিল। ইহাতে জলদসু্যদের উপদ্রব অনেকটা প্রশান্ত হয় । ইহার পর ১৭৫৬ খ্ৰী: অক্সে লর্ড ক্লাইভ, এই দস্থ্যকুলকে সমূলে নিৰ্ম্ম ল করেন। এখন ইংরাজের শত্রু রহিল—কেবল মারহাট্টাগণ । তীক্ষবুদ্ধি অঙ্গিয়ার মনে মনে স্থির করিলেন, যে উপায়েই হউক, মহারাষ্ট্ৰীয়গণকে হাত করিতেই হইবে। তাহা না করিলে, ভারতের পশ্চিমোপকূলে ইংরাজের বাণিজ্য আদৌ নিরাপদ নহে। আবার অন্তপক্ষে, মহাবীর শিবাজীও ভাবিলেন "এই রণকৌশল-সম্পন্ন, সাহসী ইংরাজগণের সহিত শক্ৰতা রাখা, কোন ক্রমেই যুক্তিযুক্ত নহে। ঔরঙ্গজেব বিপুল-বাহিনী লইয়া, দক্ষিণাত্যে আসিতেছেন । মহারাষ্ট্র-ভূমে প্রবেশের অন্ত পথগুলি শিবাজী নিজের আয়ত্বে রাপিয়াছিলেন। কিন্তু বোম্বায়ের সহিত র্তাহার কোন সম্পর্কই নাই।” শিবাজী ভাবিলেন—মোগলসম্রাট, ইংরাজদিগকে হস্তগত করিয়া, অনায়াসে বোম্বায়ের মধ্য দিয়া দীক্ষিণাত্যে প্রবেশ করিতে পারেন । ইংরাজদের বীরত্বের পরিচয়ও তিনি দুইবার পাইয়াছেন। অক্সেনডেন ও অঙ্গিয়ার ১৬৬২ ও ১৬৭০ খ. অব্দে, মারহাট্ট আক্রমণকে কিরূপে ব্যর্থ করিয়াছিলেন, তাহাও যে তিনি ভুলিয়া গিয়াছিলেন তাহা নহে। শিবাজীরও তনখানি যুদ্ধ-জাহাজ ও পচাশী থানী সমুদ্রগামী নৌকা ছিল। কিন্তু ইংরাজ যুদ্ধ-জাহাজের তুলনায়, তাহার নৌ-শক্তি অতি হীন। তিনি পশ্চিমেপকূলের বন্দরগুলি দখলে রাখিয়া, মোগল-বাদসাহকে জব্ব করিতে ইচ্ছুক। এসব করিতে হইলে,ইংরাজদিগকে মিত্ররূপে গ্রহণ করিতেই হইবে। কিন্তু মানের কান্নার দায়ে, শিবাজী এক মহা সমস্যায় পড়িলেন । উপযাচক হইয়া,তিনি ইংরাজদিগকে সন্ধির জন্য অনুরোধ করিতে পারেন না। মিনি অক্ষৌহিণী বাহিনীর নায়ক, মহাশক্তিমান মোগল-সম্রাট র্যাহার জালায় ব্যতিব্যস্ত ও অধীর হইয়া পড়িয়াছেন, তিনি কোন মুখে ইংরাজকে বলিবেন, "ওগো ! তোমরা আমার সহিত সন্ধি কর—আমি তেjমাদিগকে চাই ।” এদিকে অঙ্গিয়ারও শিবাজীর ভবিষ্যৎ আক্রমণের জন্য সম্পূর্ণরূপে সশঙ্কিত চিত্তে সৰ্ব্বদাই যুদ্ধার্থে প্রস্তুত থাকিতেন। _.