পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኃዊ8 কলিকাতা সেকালের ও একালের । শিবাজী আত্মসন্ত্রম রক্ষার জন্ত, ইংরাজের প্রধান বাণিজ্য-কেন্দ্র হল আক্রমণ করিলেন। হুবলী—ধারওয়ার বিভাগের কার্পাস-বাণিজ্যের প্রধান কেন্দ্র। এই কাপাস, তখন ইংরাজের প্রধান বাণিজ্য। শিবাজী সহগ ভীমবেগে আক্রমণ করিয়া, ধারওয়ার পর্য্যন্ত লুণ্ঠন করিলেন। অতর্কিত রূপে হুবলী লুষ্ঠিত হওয়ায়, অঙ্গিয়ার কোনরূপ বাধা প্রধান করিতে না পারিয়া শিবাজীকে অর্থপ্রদানে এই বিগ্রহ ব্যাপারটা মিটাইয়। ফেলিলেন । মহাশক্তিমান শিবাজীর, নৌবিভাগে তিনখানি বড়জাহাজ ও ৮৫ থানি, মুবৃহৎ দাড়ওয়ালা নৌকা ছিল । তুলনার সমালোচনায়, শিবাজী বুঝিলেন ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানীর তুলনায়, তাহার নৌশক্তি তত প্রবল নহে। বোম্বে বন্দর তাহার চক্ষে যেন কণ্টকবৎ প্রতীয়মান হইল। এই বোম্বাই, ইংরাজের দখলে । র্তাহার প্রধান শক্র, মোগল-বাদসহ ইংরাজদিগকে হস্তগত করিতে পারিলে, অনায়াসে বোম্বাই বন্দর সাহায্যে, মহারাষ্ট্র-রাজ্যে প্রবেশ করিতে সক্ষম হইবেন । এইরূপ স্থলে ইংরাজপক্ষের সহায়তা, তাহার বিশেষ প্রয়োজন । দুইট প্রবল শত্রুর স্বষ্টি না করিয়া, একটা রাখাই কৰ্ত্তব্য । হুবলী লুণ্ঠনের পর, ইংরাজদের সহিত শিবাজীর একটা মৌখিক সন্ধি হইল, ইঙ্গর পর ১৬৭৪ খ, অব্দে শিবাজী মহাসমারোহে রাজ্যাভিষিক্ত হয়েন । * - এই অভিষেক সময়ে, প্রকাশ্যভাবে মোগল-সম্রাটের ক্ষমতা অস্বীকার করিয়া, শিবাজী আপনাকে মহারাষ্ট্র-ভুমের, স্বাধীন ভূপতি বলিয়া ঘোষণা করেন । এই অভিষেক উপলক্ষে, একটী বিরাট উৎসবের অনুষ্ঠান হয়। বোম্বের ডেপুটী-গবর্ণরও এই উৎসব উপলক্ষে, শিবাজী কর্তৃক নিমন্ত্রিত হন। অভিযেকোৎসব শেষ হইয়া গেলে, শিবাজী ইংরাজদের সহিত এই সৰ্ত্তে সন্ধি করেন, যে র্তাহারা ভারতের পশ্চিমোপকুলের সকল স্থানেই ফ্যাক্টারী বা বাণিজ্য-কুঠী স্থাপন করিতে পরিবেন। কেবলমাত্র র্তাহাদিগের শতকরা ২॥• আড়াই টাকা হিসাবে আমদানী-শুল্ক দিতে হইবে। ইংরাজের মহারাষ্ট্র রাজ্য মধ্যে প্রচলিত,বাজার দত্বে সমস্ত জিনিসপত্র কিনিতে পাইবেন । তাহাদিগকে কোনরূপ কষ্টম বা শুষ্ক দিতে হইবে না । { -

  • India under the Restoration P. 223. + Treaty Signed on 4th April 1674 Summerised by Sir W. Hunter from Fryer, Grant IJuff ahd Rev. Anderson.