পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిe a কলিকতা সেকালের ও একালের । আমরা সুবিচার পাইলাম না। কিন্তু অন্যত্র সুবিচার পাইবার চেষ্টা করিন - এই বলিয়া তিনি ক্রোধবশে, নবাবকে অভিবাদন না করিয়া, সহসা গে? সভাগৃহ ত্যাগ করিলেন।* কাটরাইট ক্রোধভরে সভাগৃহ ত্যাগ করিলে, উপস্থিত সকলেই, ৯ ইংরাজের সাহসদৃষ্টে একটু বিস্মিত হইয়া, তাহার দিকে চাহিয়া রছিলেন। কার সাধ্য—যে দেশের মালিক ও দণ্ডমুণ্ডের কৰ্ত্তা, নবাবের সহিত এরূপ উদ্ধতভাবে ব্যবহার করিতে পারে ? এই ঘটনার পরদিনে, ধীরভাবে বিনে, চনার পর, নবাব তাহার প্রধান দেওয়ানজীকে ইংরাজ সওদাগরদের ডাকিয়া আনিতে পাঠান। কাটরাইট প্রমূখ ইংরাজগণ,পুনরাহুত হইয়া রাজসভায় উপস্থিত হইলেন। সে দিনের দরবার খুব জীকাল। নবাব কাটরাইটকে লক্ষ্য করিয়া বলিলেন---“আপনি যে গতকল্য ওরূপ ক্রোধভরে আমার দরবার ত্যাগ করিয়া চলিয়া গেলেন, ইহার কারণ কি ?” কাটরাইট বলিলেন-—“জণহপনার কল্যকার বিচারে আমরা সন্তুষ্ট হইতে পারি নাই । আপনি আমাদের প্রভু ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর উপর অন্যায় আদেশ প্রচার করিয়াছিলেন। আমাদিগের ন্যায্য স্বত্ব হইতে বঞ্চিত করিয়াছিলেন, এজন্তু আমি মনের দুঃখে ক্রোধে ক্ষেণভে ঐরূপ করিয়াছিলাম।” নবাব দ্বিভাষিগণের সাহায্যে জানিতে পারিলেন, যে ইংরাজেরাই প্রকৃত ব্যবসায়ী বণিক। মালাবার উপকূল, পারস্য, বান্টাম, জাপারে, জানবী ও ম্যাকসারে তাহদের বাণিজ্য-কেন্দ্র স্থাপিত। তাহার পটুগীজদিগের মত ব্যবসায়ের ভাণ করিয়া দস্তুত করিতে এদেশে আসেন নাই। প্রকৃত বাণিজ্য ব্যবসায়ে লিপ্ত হইয়া, ধনোপার্জনের উদ্দেশ্যেই র্তাহারা ভারতের নানাস্থানে বাণিজ্যাগার স্থাপন করিয়াছেন ও বাদসাহের অন্যান্য প্রজার ন্যায় নিৰ্ব্বিবাদে ব্যবসা বাণিজ্য করাই র্তাহীদের উদ্দেশ্য ।

  • Our merchant seeing that he could not make prize of the vesses

or goods nor have any satisfaction for the wrongs which he and " men had received, he rose up in great anger and departed saying that" he could not have right Justice here, he would have it in another p" 缘 -- and so went his way nor taking leave of the Nabob nor of any other. Early Annais of the English in Bengal.--Wilson,