পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২২ কলিকাতা সেকালের ও একালের। ইংরাজের বাণিজ্যকুঠী সমূহের সমস্ত কাৰ্য্য র্তাহাদেরই আদেশে পরিচান হইত। এ বিরাট বাণিজ্য ব্যাপারে, তাহাদেরই মুলধন খাটত লাভ লোকসান তাছাদের—সৰ্ব্বময় কর্তৃত্ব র্তাহীদের। পটুগীজ, দিনেমা ডচ, প্রভৃতি ইউরোপীয় বণিক্‌ সম্প্রদায়ের প্রতিযোগীতা এবং বাধা বিপত্রিম সহিত কঠোর সংগ্রাম করিয়া, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী বঙ্গদেশে, উল্লিখিত স্থান সমূহে বাণিজ্য-কুঠী স্থাপন করিয়াছিলেন। এই সমস্ত বাণিজ্য কুঠার কার্য্য পরিচালনার জন্য র্তাহারা এজেণ্ট, ফ্যাক্টার, রাইটা, পর সার প্রভৃতি নানা শ্রেণীর কৰ্ম্মচারীর স্বষ্টি করেন। কোম্পানীই বিলাত হইতে নিযুক্ত করিয়া এই সমস্ত কৰ্ম্মচারীকে এদেশে পাঠাইয়া দিতেন। এতদিন ইংরাজ কোম্পানী ভারতের দক্ষিণ প্রাস্তস্থিত পশ্চিম ও পূৰ্ব্ব উপকুলে বাণিজ্য কার্য্যেই বেশী মনোযোগী ছিলেন। কিন্তু বালেশ্বরে কুী স্থাপনের পর হইতে, তাহারা শস্যখামলা, ফলজলপুর্ণা, ঐশ্বৰ্য্যময়ী বঙ্গদেশের মধ্যে বাণিজ্যের উন্নতিকল্পে দৃঢসংকল্প হইলেন।