পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ○e কলিকতা সেকালের ও একালের সায়েস্তা খা, এক সময়ে ইংরাজ বণিকদের উপর বড়ই বিরক্ত হইয়াছিলেন তিনি তাহার সমকালের ইংরাজ বণিকদিগকে নীচপ্রকৃতি,বিবাদ বিসম্বাদগ য়ণ, হীন ব্যবসায়ী বলিয়া উল্লেখ করিয়া গিয়াছেন । * মোটের উপর কন হইতেছে এই, ইংরাজের মধ্যে একতার একটা অভাবলক্ষ্য করিয়াই মোগল শাসনকৰ্ত্তাগণ, তাহীদের নানা উপায়ে, উত্যক্ত করিতেন । সেকালের ইংরাজ-বণিকদিগের কার্য্যপ্রণালীর বিরুদ্ধে ও নৈতিক চরিত্রে অবনতি সম্বন্ধে, যাহা কিছু লিপিবদ্ধ হইয়াছে, তাহা তাহীদের স্বদেশীয়দের দ্বারাই হইয়াছে। কিন্তু তাহ বলিয়া কোম্পানীর কৰ্ম্মচারীগণ যে সম্পূর্ণরূপে মহত্ব-বর্জিত ছিলেন এরূপ নহে। তাহীদের প্রধান গুণ এই যে, দেশীয় ব্যব. সায়ীদের প্রতি, তাহার কোনরূপ অত্যাচার করিতেন না । সেকালের হিন্দুরা, এই ব্যবসায়ী ইংরাজ কোম্পানীর কৰ্ম্মচারিগণকে, বিপক্সের আশ্ৰয়, স্যায়ের মর্য্যাদারক্ষক বলিয়। বিবেচনা করিত। ইংরাজের সহিত ব্যবসায় স্বত্রে আবদ্ধ হইয়া,লেন-দেনের হিসাবে কখনও কোন হিন্দু ব্যবসায়ীর একট পয়সাও নষ্ট হয় নাই। বিলাতের কৰ্ত্তারা ৪ পৰ্য্যন্ত বলিয়া গিয়াছেন —“কোন দেশীয় লোকই অভিযোগ করিতে পারেন না, যে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী স্থাপনাবধি,তাহদের প্রাপ্য একটী সামান্ত পয়সার গোলমাল হইয়াছে।"াদে সময়ে বাদসাহের কৰ্ম্মচরিগণ দেশীয় প্রজাদের উপর বড়ই অত্যাচার করি তেন। প্রজার কোন একটী সামান্ত প্রার্থন পূরণ বা অভিযোগের তদন্ত করিতে হইলেই, মোগল রাজকৰ্ম্মচারীদের উৎকোচ দিতে হইত। ঢাকার শাসনকৰ্ত্ত আবার অত্যাচারের মাত্রা পূর্ণতার সীমায় আনিয়াছিলেন । মহুষের নিত্য প্রয়োজনীয় চাউল, লবণ ইত্যাদি, এমন কি—র্তাহীদের অধীনস্থ সেনাগণের ঘোড়ার ঘাস, জালানি কাঠ পর্য্যন্ত ফৌজদার ও সুবেদার সাহেবের একচেটিয়া করিয়া তুলিয়ছিলেন । এইজন্য সময়ে সময়ে, সেই স্বচ্ছলতার দিনে, জিনিসপত্রের দর ও চড়িয়া যাইত। জোর করিয়া, ব্যবসায়ীদের চড়া দরে জিনিসপত্র কিনিতে বাধ্য করা হইত। মুসলমান মহাজন দিগের নিকট উচ্চ মুদে হিন্দুর টাক। কজ করিতে বাধ্য হইতেন। "

  • A Company of base, quarrelling people and foul dealers. (Wils" P. 66). & S

+ “Never”“Says the Court in 1693 “never any Native of India " " Penny Debt by this Company from the time of the first inst" thereof in Queen Elizabeth's days till this time 6 wilson's Early * Р. 67 ).