পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় । २७७ কোন কুচরিত্র ব্যক্তির স্বভাব-দোষ বিদূরিত না হয়, তাহা তাহাকে বাঙ্গুলাদেশ হইতে মাজাজে চালান দেওয়া হইবে এবং সেই স্থানে তাহার অপরাধের কঠোরতর শাস্তি বিধান করা যাইবে । * সেকালে অর্থাৎ আড়াই শত বৎসর পূৰ্ব্বে, সম্রাট ঔরঙ্গজেবের আমলে, ইংরাজগণের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের কয়েকট বিশদ চিত্র আমরা পাঠকবর্গের সম্মুখে ধরিলাম। আশা করি, এগুলি তাহীদের চিত্তরঞ্জন করিবে । উইলিয়াম হেজেল-বাঙ্গালার প্রথম গবর্ণর। ( ઝહીર->૭ાન્ડ ) ইষ্ট-ইণ্ডিয়া কোম্পানী ব্যবসা করিতে এদেশে আসিয়াছিলেন । মূলধন থাটাইয়া, সকল ব্যবসাদরে যেমন লাভ-লোকসানের দিকে দৃষ্টি রাখিয়া ব্যবসা করে, তাহারাও সেইরূপ করিতেন। কিসে সরঞ্জামী খরচ কম চুয়, কিসে উৎকৃষ্ট দ্রব্যাদি অপেক্ষারত সুবিধার দরে ক্রীত হয়, কিসে সেগুলি যথা সময়ে জাহাজ-বন্দী হইয়া বিলাতে পৌছায়, সেগুলি বিলাতের বাজারে বিক্রয় করিলে, কিসে দুপয়সা বেশী লাভ হয়, ইহাই সেকালের কোম্পানীর প্রধান লক্ষ্য ছিল। ষ্ট্রেনসাম মাষ্টার অত খরচ পত্র করিয়া দুই দুইবার বাঙ্গালীয় আসিলেন, কিন্তু তাহাতে ফ্যাক্টারদের মামুলী অবস্থার বিশেষ কোন উন্নতি হইল না দেখিয়া, কৰ্ত্তারা ষ্ট্রেনসামের ও র্তাহার কার্য্য প্রণালীর উপর বড়ই বিরক্ত হইলেন । কলিকাত প্রতিষ্ঠাতা,—জব চার্ণক সাহেব, প্রথমে পাটনার কুঠীতে ছিলেন এবং তৎপরে কাশিমবাজারে আসেন । এই সমরে ষ্ট্রেমসাম মাষ্টারও দ্বিতীয়বার বঙ্গদেশে মাসেন । তিনি চাণককে আদেশ করিয়া পাঠান—“বিলাতের কৰ্ত্তারা আপনাকে কৌন্সিলের দ্বিতীয় সদস্য করিয়াছেন। অতএব যে সমস্ত সোরা, পাটনার গুদামে মজুত আছে, ইঙ্গি নৌকায় চালান দিয়া, সরাসরি এখানে চলিয়া আসিবেন।” কিন্তু

  • If any by these penalties will not be reclaimed from their vices **ny shall he found guilty of adultery, fornication uncleanness or any *h crimes, or shall disturb the peace of the Factory by, quarrelling or "ghting and will not be reclamied, then they shall be sent, to Fort St. *orge, there to recieve condign punishment. (Wilson's Early Annals. * 69.) and Hugly Diary 1679.

·ථි භු