পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭৬ কলিকাতা সেকালের ও একালের । হইয়াছে, তাহা ভারতের সর্বস্থানের বাণিজ্য-কুঠার সম্বন্ধে। বাঙ্গার বাণিজ্য-কুঠী সম্বন্ধে আমাদের সাবেক বাৎসরিক তিন সহস্র মুদ্রা, ও প্রদানের ও পূৰ্ব্বের অন্যান্য স্বত্বগুলি যদি আপনি বজায় রাখেন, এবং আপনার অধীনস্থ কৰ্ম্মচারীদিগের অত্যাচার ও জবর দস্তি হইতে আমদের রক্ষা করিতে স্বীকৃত হন—তাহা হইলে আমরা বাঙ্গালায় যাইতে পারি। ইব্রাহিম খা—চার্ণককে অভয় দিলেন। তাহার শাসনকালের প্রথম বংগটো স্মরণীয় করিবার জন্ত, তিনি ইংরাজ বন্দীদিগকে মুক্তিদান করিলেন। পূৰ্ব্বকথিত কাপ্তেন হিথের হঠকারিতার জন্তই এই সকল ইংরাজ মোগলের বন্দী হন । তিনি চাণককে বলিয়া পাঠাইলেন—“আপনার প্রার্থন আমি বাদসাহের মঞ্জুরীর জন্য পাঠাইলাম। সে মঞ্জুরী না পৌছানর পূৰ্ব্বেও আমি আপনাকে অভয় দিতেছি—যে বিনা আশঙ্কায় আপনার বাঙ্গালীয় প্রবেশ করিতে পারেন "* আগষ্টমাসে ( ১৬৯০ খৃঃ অব্দে ) ভরা বর্ষায়, চার্ণক বঙ্গদেশাভিমুখে বক্স করেন। তাহার অধীনস্থ সমস্ত কৰ্ম্মচারী ও ত্রিশজন শরীররক্ষী দেই জাহাজে উঠিল। ২৪এ আগষ্ট রবিবার মধ্যাহ্নের পরবর্তী সময়ে তাহারা ভাগিরথী-বক্ষে তরণী সমেত প্রবেশ করিল। এইবার লইয়া চাণক তৃতীয়বার মুতালুটাতে আসিলেন । বরবাদলের তখন বড়ই প্রাবল্য। শ্রাবণের প্রবলধারা, ভাগিরথীর testল-তরঙ্গময় রণরঙ্গিণী মূৰ্ত্তি । বহুবাধা বিঘ্ন সহ করিয়া জবচার্ণকসুতালুটাতে নজর করিলেন । ভাগিরথী প্রবেশ পথে, ইংরাজগণ কোন বাধাই প্রাপ্ত হন নাই। ইব্রাহিম খণর আদেশে সমস্ত ঘাটর মোগল-কৰ্ত্তারা তাহার সহিত শিষ্ট

  • বদলtছ বাঙ্গলার নবাধ ইব্রাহিম থাকে, ইংরাজদের সম্বন্ধে যে দীর্ঘ পত্র লিথিয় fārzā, Sistą aste gfti Gā.5 °Fftsfē-You must understand that it has been the good fortune of the English to repent thema. of their irregular past proceedings and by not being in their former greatness, have by their attorneys petitioned for their lives and a pardon of their faults, which out of my extraordinary favour towards them have accordingly granted. Therefore upon receipt hereof my order, you finust not create i them any further trouble but let them trade in your government as formerly and this order I expect you to see strictly observed. (Stewar!" Bengal Appendix p. IV. ) 響