পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অধ্যায় २११ * রবারই কবিয়ছিল। মেটিয়া-বুরুজের সন্নিকটবৰ্ত্ত “খান” দুর্গের মোগল-সেনাপতি, তাহাকে তোপধ্বনি করিয়া সম্মান দেখাইলেন । ভবিতব্যবশে, বিধাতার ইচ্ছায়, ভারতবাসীর মঙ্গলের জন্ত, বঙ্গদেশের ভবিষ্যৎ সুখ-সৌভাগ্যবৃদ্ধির জন্ত, চার্ণক জঙ্গলময় স্থতালুটাতে নজর করিলেন। এই শুভমুহূৰ্ত্তে, বর্তমান প্রাসাদময়ী রাজধানী কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠা হইল। এই সাৰ্দ্ধ দুইশত বৎসরে—নানা ঘটনার অধীন হইয়া যেন বাহুবলে সেই জঙ্গলময় কলিকাতা, প্রাসাদময়ী রাজধানীতে পরিণত হইরছে। ধন্য ইংরাজ! ধন্ত তোমার কষ্ট সহিষ্ণুতা। ধন্ত তোমার বাণিজ্য প্রতিভা। আর ধন্ত তুমি জব চার্ণক—এই ঐশ্বৰ্য্যময়ী কলিকাতার জন্মদাতা। জব চার্ণক, বহুদিন এদেশে ছিলেন। পাটনা, হুগলী, হিজলী, উলুড়ের, বালেশ্বর, সকল স্থানের অভিজ্ঞতাই তাহার ছিল। কিন্তু এ সকল স্থান পরিত্যাগ করিয়া কেন তিনি এই জঙ্গলময়, বাদাভূমি ও বনজঙ্গল বেষ্টিত মুতালুটাতে ইংরাজের বাণিজ্য কুঠীস্থাপন করিলেন, তাহা তাহার সমকালীন ইংরাজেরা বুঝিতে পারেন নাই। চাণক যদি এই সুতানুটতে ইংরাজের ভাগ্য প্রতিষ্ঠা না করিতেন, তাহা হইলে ভবিষ্যতে হয়ত: পলাশীর রণাভিনয়ে, লর্ড ক্লাইভ যশোসঞ্চয় করিতে পারিতেন না, বা ভবিষ্যদ্বংশীয় ইংরাজ জাতি এই ভারতের একাধিশ্বরত্বও লাভ করিতেন না । গণক যে সমস্ত গৃঢ় কারণ পরিচালিত হইয়া, স্বতালুটাতে ইংরাজবণিকদের কুঠা স্থাপনের মনস্থ করেন, তাহাদের মধ্যে নিম্নলিখিত গুলিই প্রধান। (১) হুগলীতে থাকিলে অনেক বিপদ। হুগলীতেই মোগল-ফোঁজদারের বাস। ইংরাজ কুঠীর সান্নিধ্যেই তিনি থাকেন। একবার যেমন কোম্পানীর গোরা ও মোগলের সেনার মধ্যে বিবাদ বাধিয়া তাহাকে হিজলী পলাইতে হইয়াছিল, পুনরায় সেরূপ কোন ব্যাপার ঘটী, অসম্ভব নছে। (২) মুতালুটা বনজঙ্গলময়। ইহার উপকণ্ঠে বাদাভূমি ও খাল বিল। পার্শ্বে-নৈসর্গিক পরিথারূপে প্রচণ্ড বেগময়ী ভাগিরথী বরাজমান । এই স্থানে, কুঠীস্থাপন করিলে মোগলই হউক, আর আরছাটাই হউক, ভাগিরথী পার না হইয়া কেহই ইংরাজ কুঠার উপর মৃত্যাচার করিতে পরিবে না। বিশেষত: তখনকার সেই ভীম তরঙ্গ সংকুল ঙ্গিানদী সসৈন্তে উত্তীর্ণ হওয়াও অসম্ভব । (৩) সেই সময়ে শেঠ ও বহুকের তালুটাতে হটস্থাপন করিয়াছিলেন। ইংরাজের রপ্তানির উপযুক্ত