পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় । ుe( খনন ব্যাপার সম্বন্ধে, হাইড সাহেব লিথিয়াছেন—“পরদিন আমি চার্ণকের সমাধি-মন্দির দেখিতে গেলাম । ( ২২ এ নবেম্বর ১৮৯২ ) দেখিলাম- ছয় টি পর্যন্ত গোরটা খনন করা হইয়াছে। খননকারীরা এই পৰ্য্যন্ত খনন করিবার পর কার্য্য বন্ধ করে। কারণ–এই স্থানেই তাহারা অস্থি-খণ্ড ও নরকঙ্কালচুর্ণ দেখিতে পায় । আজকাল সাধারণ সমাধিগর্ভ গুলি, ষেরূপ gাধে গভীর—ইছ সেরূপ ছিল না । এই ছয় ফিট খননের পর, একটা সমতল স্থান দেপিতে পাওয়া যায় । এই স্থানের পশ্চিম অংশটা, আরও কিম্বুদ র খননের পর, তাহার একখানি অস্থি দেখিতে পায় । এই অস্থিখানি যে অবস্থায় যেখানে ছিল, তদ্ধ পই রাখা হয় এবং ইহার পরই থনন কাৰ্য্য বন্ধ করা হয়। এই অস্থিখানির গঠন প্রণালী দেপিয়াই বুঝা গেল, 'ইঙ্গ সমাহিত ব্যক্তির বামবাহুর সম্মুখের অস্থি। গোরে শোয়াইবার সময়, প্রথামত হাত দুইখানি মৃতদেহের বুকের উপর রাখিয় দেওয়া হয়। এ অস্থির অবস্থান সমাবেশ দেখিয়া অভূমিত হইল—ইহা সমাহিত বামহস্তের অস্থি ভিন্ন মার কিছুই নহে । ইহার পর খনকেরা, আর একটা ক্ষুদ্র জিনিস দেখিতে পায় । সেটিকে প্রথমে আমি শবাধারে ব্যবহৃত, একটী পেরেক বলিয়া অল্পমান করিয়াছিলাম। কিন্তু পরীক্ষায় বুঝিলাম, তাহ বামহস্তের মধ্যমসুলীর বৃহৎ অস্থি-খণ্ড । সেই অস্থি খণ্ড, আমি যথাস্থানে রাখিয়া مي *『、?あ。 দিলাম। অবস্থা দেপিয় বোধ হইল—আর একটু খনন করিলেই, হয়ত সমস্ত নরকঙ্কালের অৰ্দ্ধবিনষ্ট অস্থিগুলি পরিদৃশ্যমান হষ্টত । খুব সম্ভবতঃ—এই দুই শত বৎসর পরেও, আমরা তাহা যথাযথ ভাবে দেখিতে পাইতাম s" SSBBBBBSBBBSBBBBB KK KB BBBB BB BBBB BBB দেহের এখনও পরিদুখ্যমান অংশগুলি দেখিয়া বোধ হইল—দুইশত বৎসর পূৰ্ব্বে তিনি এই স্থানেই সমাহিত হইয়াছিলেন । * * এই পৰ্য্যন্ত দেখিবার পরই অামি সমাধি-খনন কার্য্য বন্ধ করিয়া দিলাম। * চাণক ও তাহার হিন্দুপত্নী—উভয়েই এক সমাধির মধ্যে সমাহিত হইয়াছেন কি না - তাহ নির্ণয় করিবার কোন উপায়ই নাই । উক্ত গোরটা আরও গভীরভাবে খনিত হুইলে, বোধ হয় তাহার তথ্য নির্ণর হইতে পরিত। কিন্তু তাহা নানা কারণে অসম্ভব ।” যেস্থানে চার্ণক, হামিণ্টন প্রভৃতি মৃত মহাত্মাদের সমাধিচিহ্ন আজও

  • A note read at a meeting of the Asiatic Society by Rev. H. B.

Hyde. Blechinden's, Calcutta, Past and Present. లిసి