পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se \o কলিকাতা সেকালের ও একালের । في محص– বৰ্ত্তমান—তাহ বহুপূৰ্ব্বে একটা গোরস্থান ছিল। বোধ হয়, এই গোরস্থান) চার্শকের আগমনের সমর হইতে বা তৎপূৰ্ব্বেও সমাধিক্ষেত্ররূপে ব্যবস্থা হইয়া আসিতেছিল । হুগলী ও বালেশ্বরে গমনাগমনের পথে, যে সমস্ ইংরাজের জাহাজে মরিতেন—তাহাদিগকে এই বনভূমিপূর্ণ নির্জনস্থানে সমাহিত করা হইত । এই সমাধি-ক্ষেত্রের পাশ্ববর্তী ভূভাগে— ইহার বহুকাল পরে বর্তমান সেন্টজন গির্জা নিৰ্ম্মিত হয় । ইহা জন সাধারণে “পাথুরিয়া-গিঞ্জ" নামে অভিহিত। বর্তমান হেষ্টিংস ষ্ট্রীটের যে বাটটিতে এখন বর্ণ কোম্পনীর কার্য্যালয় হইয়াছে—সেই বাটটিই, ভবিষ্যতে গবৰ্ণর জেনারেল ওয়ারেণ হেষ্টিংস সাহেবের কলিকাতার আবাস-স্থান ছিল । পুরাতন কাগজ পত্র হইতে জানিতে পারা যায়—“হেষ্টিংস ও জন্তান্ত পদস্থ কৰ্ম্মচারীরা, পদব্রজে গির্জাঘরে যাইতেন ।” এই সেন্টজন-চর্চই, সেই গির্জাঘর। পাঠক ! এই সেণ্টজন-চর্চের সীমার মধ্যে প্রবেশ করিলেই— আজও পুরাতন গোরস্থান ও চাণকের সমাধি-মন্দির দেখিতে পাইবেন। আমাদের ভূতপূৰ্ব্ব বড়লাট-লর্ড কৰ্জ্জন বাহাদুর, যে বাটীতে গবৰ্ণর জেনারেল হেষ্টিংস সাহেব বাস করিতেন, তাহার গায়ে একখানি স্মৃতিফলক লাগাইয়া দিয়াছেন । পাঠক ! ইচ্ছা করিলে, অনায়াসে চার্ণকের সমাধি-মন্দির দেখিয়া আসিতে পারেন। জব চার্ণকের বাল্যজীবনের কোন ইতিহাসই নাই। ইংলণ্ডের কোন প্রদেশে বা কোন গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন—তাঙ্গর কোন সন্ধানই নাই। কোম্পানীর পুরাতন সেরেস্তা হইতে এইটুকু কেবল জানা যায় - ১৬৫৫ বা ১৬৫৬ খৃঃ অব্দে অর্থাৎ আড়াইশত বৎসর পূৰ্ব্বে, তিনি এদেশে আগমন করেন। মাসিক তিনশত টাকা বা কুড়ি পাউণ্ড বেতনে, তিনি ইষ্টইণ্ডিয়া কোম্পানীর অধীনে, পাঁচ বৎসরের করারে চাকুরী গ্রহণ করিয়াছিলেন । সৰ্ব্বপ্রথমে তিনি পাটনার কুঠতে নিযুক্ত হন—তৎপরে কাশিমবাজারে আসেন। পাটনার কুঠীতে স্থায়ীভাবে নিযুক্ত হইবার পূৰ্ব্বে, তিনি বালেশ্বর ও রাজমহলের কৃষ্ঠাতে কাজ করিয়াছিলেন। ১৬৫৯ খৃঃ অব্দের পূৰ্ব্বে কাশিমবাজার কুঠার প্রতিষ্ঠা বন্দোবস্ত পাকা হ্য নাই। এইজন্স চার্ণক বালেশ্বর ও রাজমহল হইয়া, পরে পাটনায় পৌছেন। ১৬৬০ খৃঃ অব্দে লিখিত চাণকের এক পত্র হইতে প্রকাশ, যে তিনি পাটনার কুঠীর অধ্যক্ষ পদে নিয়োজিত হইবার জন্য বড়ই উৎবঠিত।