পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ অধ্যায় । - లిప్పిలి" ബങ്ങ a সময়ে সম্ভবতঃ বর্তমান মন্দির নিৰ্ম্মিত হয় নাই। স্বতালুটা হাটের নিক* stলা ঘরের মধ্যে এই মন্দির ছিল। যে সকল হাটুরিয়া ও ব্যবসায়ীরা gলস্টার ঘাটে নৌকা লাগাইত বা সেই স্থানে নঙ্গর করিত, তাহারা এই রঙ্গরেশ্বরের পূজা দিত । মোটের উপর এই টুকু বুঝিতে পারা যায়, যে সাবর্ণ-চৌধুরী জনীrরদের দ্বারা সেই জঙ্গলময় কলিকাতার অনেক উন্নতি হইয়াছিল। কালীঘাটের হালদার-বংশের আদি পুরুষগণ অর্থাৎ রামগোবিন্দ, রামশরণ ও বদবেন্দ্র প্রভূতি ব্রাহ্মণগণ দ্বারা, গোবিন্দপুর গ্রামে কয়েকঘর ব্রাহ্মণ কায়ন্থের বসবাস হয়। চিত্রপুর (চিৎপুর ) ছত্রলুট (স্বতালুট ) গোবিন্দপুর রোল্পী ( চৌরঙ্গী ) ভবানীপুর ও কালীঘাট প্রভৃতি স্থানে উচ্চশ্রেণীর ব্রাহ্মণ কায়স্থদের বসবাসের পরিচয়ও এই পুরাকালে পাওয়া যায়। সাবর্ণেরা ও শেঠ-বসাকেরা, অনেক বন-জঙ্গল কাটাইয়া ফেলেম । শেঠ-বসাকেরা કાકાઇર ব্যবসার খাতিরে, অার সাবর্ণেরা তাঙ্গদের কলিকাতা জমাদারীর কুন্তই. ইষ্ঠার উন্নতিকল্পে বেশী মনোযোগী হইয়াছিলেন । ইহ ব্যতীত, পুটু গীজ, দিনেমার, আরমানি ব্যবসায়াদের দ্বারাও সেই প্রাচীন কলিকাতার জন সংখ্যা বৃদ্ধি হয় । মহারাজা নবকৃষ্ণ বাহাদুরের প্রপিতামহ, রুক্মিণীকান্ত দেব মহাশয়, নাবালক সাবর্ণ চৌধুরী জমীদার কেশবরায়ের সম্পত্ত্বির ম্যানেজার ছিলেন । ইনিও এই সময়ে কলিকাতায় বাস করেন। ইহা ছাড়া কলিকাতা এবং ইহার পার্শ্ববৰ্ত্তী গ্রামসমুহে মনোহয় ঘোষ বলিয়া একজন কায়স্থ বাস করিতেন । ইনি চিৎপুরবাসী দেওয়ান শ্ৰীহরি ঘোষের পূর্বপুরুষ । হলওয়েলের আমলে * “ব্লাক-জমাদার”

  • Amongst the Hindu residents of the time in Calcutta and its neighbouring villages we find mention in the traditions of Calcutta, of Manohar Ghosh, an ancestor of Dewan Srihari Ghosh at Sibpur, of a predecessor of Gobindram Mitter who actcd as the “Black Zaminder” under Holwell at Chuttanutt of Govinda Saran Dutt and Punchanan Tagore ancestors of the Dutts aud the Tagores of Hatkhola Pathuriaghata respectively settled at Chuttanutty and: Govindpur শেঠেরা যেন বলিয় থাকেন, তাহাদের গৃহ দেবতা "গোবিন্দজীউ" হইতে গোবিনপুর নামোৎপত্তি আবার দত্তবংশীয়েরা ও সেইরূপ বলেন, যে গোবিন্দশরণের নাম হইতে গোবিন্দপুর হইয়াছে। কিন্তু শেষোক্তদিগের কথা প্রামাণিক নহে। শেঠেরা দত্তদের বহুকাল "Ist (sifqigoirą grą stąd i : * The family of Rukmini Kanto Dey (great grand-father of Maharaja Nabakissen whose services in tho Savarna family greatly benefitted Keshab Roy one of the minor proprie