পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ Rbr কলিকাতা সেকালের ও একালের । জব চাৰ্ণক কলিকাতার প্রাণ-প্রতিষ্ঠাতা । তিনি গভীর জঙ্গলৰ শ্বাপদ, কুম্ভীর, সৰ্প-সংকুল বনভূমিতে, বর্তমান কলিকাতা মহানগরীর প্রাপ্রতিষ্ঠা করিয়াছিলেন। তিনি শতাব্দী পূৰ্ব্বে লোকান্তরে চলিয়া গিয়াছেন, কিন্তু তাহার অবিনশ্বর কীৰ্ত্তিস্তম্ভ স্বরূপ, এই প্রাসাদময়ী কলিকাতা নগরী র্তাহার ও র্তাহার জাতির ও সেই জাতির অধিপতি, রাজ-রাজেশ্বর সম্রাটের ও সম্রাজ্ঞীর উজ্জল-কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। জব চাণকের সহস্ৰ দোষ থাকিতে পারে । মানুষ মাত্রেই দোষ হীন নহে। কিন্তু সেই দোষের মধ্যেও আমরা দেখিতে পাই-চার্ণক একান্ত চিত্তে প্রভূভক্ত। কোম্পানীর তিনি যে নিমক খাইয়াছিলেন—তাহার পরিবর্তে, তিনি ভবিষ্যৎবংশীয় ইংরাজদের অতুল বিত্তসম্পত্তি দান করিবার উপলক্ষ্য হইয়াছেন। তখনকার কালে মুষ্টিমেয় ইংরাজ, যে এক মহাশক্তি বলে, অসীম পরাক্রান্ত মোগল-বাদসাহের প্রতিযোগিতা করিয়াছিলেন, তাহার মূলে এই জব চাণক চাণকের সাহস কিরূপ অদম্য ও স্বজাতি-প্রতি কিরূপ প্রবল ছিল—তাহা চার্ণকের জীবনের ঘটনাবলী হইতেই প্রমাণিত হইবে।