পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ অধ্যায় । ༽ ૭8૭ রন্ধর করেন । এই সম্পত্তির মধ্যে, দিনেমার ও ইংরাজদের কুঠার ঞ্জিনিসপত্রও ছিল। ইংরাজগণ জবরদস্ত ধার নিকট সেগুলি ফিরাইয়া ছিলেন। কিন্তু জবরদস্ত খ। বলিলেন—“নবাবের হুকুম ব্যতীত আমি এগুলি আপনাদের প্রত্যাৰ্পণ করিতে পারিব না।” কাজে কাজেই ইউরোপীয় বণিকগণ নিরাশ হইয়া পড়িলেন । এইবার জবরদস্ত খা, শত্রু শিবিরের দিকে ধাবিত হইলেন। র্তাহার ক্ষুদ্র যুদ্ধ জাহাজগুলি—শত্রুসৈন্সকে বাধা দিবার জন্য নদীবক্ষেই রহিল । তিনি কেবলমাত্র, গোলন্দাজ ও পদাতিক সেনা লইয়া, রহিম-সার দলকে আক্রমণ করিলেন। প্রথম দিনটা গোলাবর্ষণেই কাটিয়া গেল। অনেক পটুগীজ গোলন্দাজ, এই সময়ে মোগল সম্রাটের তোপখানায় চাকরী করিত। তাহারা ক্রমাগত গোলাবর্ষণ দ্বারা, শক্রপক্ষের কয়েকটা কামান দখল করিল। পরদিন প্রভাতে, উভয় পক্ষীয় সেনাই প্রকাষ্ঠ স্থলে মৃদ্ধার্থে সমবেত হয় । মোগল পক্ষই প্রথম আক্রমণ করেন । কয়েক ঘণ্টাব্যাপী যুদ্ধের পর, বিদ্রোহিগণ সম্পূর্ণরূপে পরাজিত হইয়া, রণক্ষেত্র হইতে পলায়ন করে। মোগলেরা, পুনরায় রহিম-সার যথাসৰ্ব্বস্ব লুণ্ঠন করিয়া লয়। জবরদস্ত খণ সেই রাত্রি-যুদ্ধক্ষেত্রেই অতিবাহিত করিলেন। উভয় পক্ষের আহত বন্দীদিগকে তিনি যথাসাধ্য সাহায্য করেন। যাহারা যুদ্ধে দেহ বিসর্জন করিয়াছিল, তাহদের সমাধিকার্য্যও এই রাত্রে শেষ হইয়া যায় { পরদিন প্রভাতে, জবরদস্ত খর্ণ র্তাহার যুদ্ধ শিবির হইতে বঙ্গ বিহারের জমীদার ও জায়গীরদারদের নিকট এক পরোয়ানা পাঠাইয় দেন। তাহীতে এই আদেশ ছিল—“সম্রাট-সৈন্স বিদ্রোহীদের সম্পূর্ণরূপে পরাভূত করিয়াচে | সমস্ত জায়গীরদার ও জমীদারদের আদেশ করা যাইতেছে—যেন র্তাহারা বিদ্রোহী পাঠানদিগকে কোনরূপ রসদাদি দানে সাহায্য না করেন ।” এই আদেশপত্রের শুভফল দেখা দিল । বাদসাহী-সেনার বিজয় সংবাদ পাইয়ী, সন্নিকটস্থ বড় বড় জায়গীরদারগণ জবরদস্ত থার দলে, সেনাসমেত যোগদান করিলেন । জবরদস্ত খণ—এইবার মুকসদাবাদের পথ ধরিলেন। বিদ্রোহীরা উধন এই স্থানেই সমবেত হইয়াছে। জবরদস্ত থা—নগরের পূর্বদিকের প্রশস্ত ময়দানে সেনা সমাবেশ করিলেন । তাহার উদ্দেশু, পরদিন প্রভাতে মিসাকে আক্রমণ করিবেন। কিন্তু রাত্রি প্রভাতের অপেক্ষ সহিল না।