পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ლ)8ჯჭ কলিকতা সেকালের ও একালের । সাহজাদা, রহিম-সাকে বলিয়া পাঠান—“যদি তুমি সহজে সম্রাট বশ্যতা স্বীকার কর, তাহা হইলে আমি তোমায় মার্জনা করিতে প্রস্তুত আছি। ইহাতে তুমি সম্রাটের অনুগ্রহ ও পুরস্কার লাভ করিবে। কিন্তু যদি ইহার অন্যথা কর, তাহা হইলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী।" ইংরাজ গবর্ণর আয়ার সাহেব লিথিয়াছেন —“যে সাহজাদা তাহার এই পত্র ও আদেশের সহিত—কয়েদীদের বেড়ী ও একখানা তরবারী পাঠাইয়া দেন।”* রহিম-সা—অতি দুষ্ট প্রকৃতির লোক ছিল। সে সাহজাদার সহিত চাতুরী খেলিল। বেড়ী ফিরাইয়া দিয়া, সে তরবারি গ্রহণ করিল এবং বলিয়া পাঠাইল—“আমি বশ্যতা স্বীকণর করিতে প্রস্তুত। অপরন্তু আপনার পক্ষেও আফগানদিগকে হাতে রাখা বুদ্ধির কার্য্য। আপনার পিতামহ ঔরঙ্গজেব বৃদ্ধ হইয়াছেন। তাহার মৃত্যুর পর, সাম্রাজ্য লইয়া একটা মহা হুলুস্কুল উপস্থিত হইবে । এ সময়ে আফগান-সৈন্ত যদি আপনার হাতে থাকে—তাহা হইলে বাঙ্গলার স্থায় একটা বিস্তৃত বিভাগ, আপনার আয়ত্ত্বধীনে থাকিবে, আর অফি গানেরাও আপনাকে প্রাণ দিয়া সাহায্য করিবে। তবে আপনার নিকট সরাসরভাবে গিয়া আত্মসমর্পণ করিতে আমার সাহস হয় না । আপনি যদি আপনার প্রধান মন্ত্রী খাজা আনওয়ারকে পাঠাইয়া দেন, তাহা হইলে সকল ব্যাপারের সুচারু মীমাংসা হইয়া যায়।” আজিমওখান—পাঠানসর্দার রহিম-সার কথায় বিশ্বাস করিয়া, খাজা আনওয়ারকে কতিপয় সঙ্গীর সহিত তাহার শিবিরে পাঠাইয়া দেন । আনওয়ার খা—সাহজাদার আদেশ পালনার্থ, অসতর্কাবস্থায় কতিপয় আত্মীয় অন্তরঙ্গসহ, অশ্বারোহণে আফগান শিবিরের নিকটবৰ্ত্তী হইয়। দূতম্বারা আপন আগমনবাৰ্ত্তা রহিমসাকে প্রেরণ করেন এবং তাহার

  • It was reported that the Prince (Azim Coshan) “sent the rebel chie, a pair of shackles and a sword desiring him to take his choice, that the rebel took the sword but sent a polite message to the Prince pointing out to him the great age of the Emperer, the contentions that must ensue upon his death and the favorable opportunity that was now presented to His Highness of securing for Himself the rich province of Bengal by taking into his favor and service the Afgans whose friendship. he would find out less servicable than their enmity would prove formidable—Sir Charles Eyer's Letter dated 6th January 16o8–Stewart* Bengal, P. 353.