পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ዓ8 কলিকাতা সেকালের ও এস্কালের । নীতে দাড়াইয়াছে। আমাদের কার্য্যালয় একই স্থানে অবস্থিত । གི་སྡེ་་ আমাদের একজন অধ্যক্ষও নিয়োজিত হইবেন। এরূপ স্থলে, আমাদের পূৰ্ব্ব কড়ার মত, তিন হাজার টাকাই দিব। দেওয়ান আমাদের অবধিবাণিজ্য ক্ষমতা দিবার জন্য, যে আরও পনর হাজার টাকা চাহিয়াছেন, তাহা আমরা দিতে প্রস্তুত নহি ।* সেকালের মোগল কৰ্ম্মচারীরা কোন একটা ব্যাপারের মীমাংসা করিতে, বড়ই দীর্ঘ সময় লইতেন । ইহার কারণ আর কিছুই নয়—কাজট সহজে মিটাইয়া দিলে, পাওনা তত বেশী হয় না । কাজেই এই সমস্ত ব্যাপারের মীমাংসার জন্য, নবাব অযথা বিলম্ব করিতে লাগিলেন। ইতিমধ্যে হুগলীর শাসনকৰ্ত্তা, কলিকাতার কুঠীর অধ্যক্ষদিগকে বলিয়া পাঠান—“একজন ইংরাজ কৰ্ম্মচারীকে আপনার আমার কাছে পঠাইয় দিন । আমার সহিত যে কাজের সম্পর্ক, তাহা আমি মিটাইয়া দিতেছি। অবষ্ঠ আমার নিজের জন্য ও কৰ্ম্মচারীদের জন্য, উপঢৌকনাদি যেন ঐ সঙ্গে পাঠানু হয় ।”া 参看

  • “Tell Murshid Kuli” they said “that the Companies have amalgamated and we expect that a new boad will soon be appointed. We are now one Company with one factory, and we shall therefore, according to the arrangement, make but a single payment of Rs 3000. As for Rs 15000 which he demands for the release of our trade, we refuse to pay it at all. Our trade should never have been hindered. ( Summarics of Consultations–Wilson. 77o )
  • হুগলীর ফৌজদার সাহেবকে কিরূপ উপহার প্রদত্ত হইয়াছিল—তাহার একটা তালিকা, পাঠকবর্গের কৌতুহল তৃপ্তির জন্য এস্থলে উদ্ধত করিলাম।

বেগুনী রঙের বনাত ( ১৬ গজ ) ••• 姆姆始 ... 8د لاستقلة সবুজ ঐ ঐ ( ২৪ গজ) --- ●●● 够*歌 • • • و, ves লাল রঙের বনাত ( ২৩॥০ গজ ) ••• ●● 邸 - - - . . . لا به R۰۹ চলতি রকমের বনাত 晚海海 赐姆姆 ●令é --- „ v°\ তরবারির ফলক ※喙心 8始哆 _ • ء • ,, ov পিস্তল এক জোড়া 始多够 歌 ●姆》 婚中特 • • • „ RRN শিকারী বন্দুক (পার্থী মারিবার জন্য) ●●● _--- • • , જે રેષ বড় আয়না ( ৩০ ইঞ্চি ) * 8 в ه ب 12 * ك ه ه a s . . . هناك به fris switz (Flintware ) --- 娜é必 to go to ۰۹ن دو . . ه মোট---- & 8× এতদ্ব্যতীত ফৌজদারের আশ্ববরনবিশ ও কোয়াশিদার এর জন্য, ঐ ভাবে ৫২৪ টাকা জিনিস পাঠান হয়। বক্স বলরের দারোগ ও গোজ মহম্মদ বখ শীও ২৮৪ ও ৩০• শত টক মূল্যের প্রবাদি লাউ করেন। উকিল রামচন্দ্ৰ—হুগলীতে এই সমস্ত উপঢৌকন সহ প্রেতি হইয়াছিলেন। এক হুগলীর ফৌজদার তাহার কৰ্ম্মচারীরা এইরূপে তিন হাজার টাকা উপ cफौकन लङि कtब्रन । ( Summary of Consultations No t 17. ( 17o4 ), |