পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-o-S কলিকাতা সেকালের ও একালের । جستاتح------ আমরা দিতে পারি, ইহাতে যদি সুবেদার ও নবাব স্বীকৃত হন ত ভালই নচেৎ তুমি সরাসর কলিকাতায় চলিয়া আসিবে।" কিন্তু শিবচরণ কোম্পানীয় আদেশের অপেক্ষ না করিয়া, নবাবকে ছত্রিশ হাজার টাকার এক হওঁ। দিয়া, সেই সংবাদ কলিকাতায় পাঠাইলেন। কলিকাতার কৰ্ত্তারা, এই সংবাদ পাইয়। হতভম্বা হইয়া গেলেন। তাহদের সঙ্কল্প হইল, শিবচরণ প্রদত্ব এ হুঙী অমান্ত করা হইবে। কিন্তু ততটা অগ্রসর হইতে র্তাহীদের সাহস হইল না। কিন্তু তাহারা তাহীদের উকীলের উপর বড়ই চটিয়া গেলেন, ও ফজল মহম্মদ নামক, তাহীদের এক বিশ্বস্ত কৰ্ম্মচারীকে রাজমহলে প্রেরণ করিলেন। ফজল মহম্মদের উপর আদেশ রহিল, যে তিনি যেন শিবচরণকে আটক করেন ও প্রহরী-বেষ্টিত করিয়া কলিকাতায় প্রেরণ করেন। ফজল মহম্মদ ফিরিয়া আসিয়া যে সংবাদ দিলেন, তাহাতে কলিকাতার কৰ্ত্তাদের চক্ষুস্থির হইল। ফজল মহম্মদ জানাইলেন—যে যদিও ৩৬ হাজার টাকা পাইয়া দেওয়ান ও সাহজাদা সনন্দ দিতে স্বীকৃত হইয়াছেন, তত্রাপি তাহার কার্য্যতঃ কিছুই করিতেছেন না। র্ত্যহাদের অভিলাষ এই যে তাহাদের দুইজনকে নজরানারূপে আরও পঞ্চাশ হাজার টাকা এবং সম্রাটের রাজকোষে একটা লক্ষ টাকা উপচার দিতে হইবে।f ইংরাজের এক্ষণে অনন্তোপায় হইয়া হুগলীর ফৌজদারের সহায়ত প্রার্থনা করিলেন। ফৌজদার সাহেব তখন অনেকটা ঠাণ্ড মৃদ্ভিধারণ করিয়াছিলেন । তিনি বলিয়া পাঠাইলেন—“আপনাদের ভাবিবার কোন

  • They received notice from their Vakil at Rajmahal that the Prince and Dewan havc now increased their demands to 35ooo Rs, for their Samad. The Dutch had already given the snm. so the Prince and Dewan force the English to do the same. The Council decide they can not give such a sum. They write to their Vakil telling him to offer 25000. If the Dewan refuses to accept it, the Vakilis to come away—Suttanuty Consults tions, 254. -

+ The Akhundi returned from Dewan's camp and told the Council l that after having promised their Sanad the Prince and Dewan now refuse to give it, for less than fifty thousand Rupees as a present for the Dewan, and Prince and a hundred thousand rupees to be paid into the Emperor's treasury at Surat. The Akhundi had tried every fleans he could to lesson their demands but had not succeeded. The Dewan and the Prince, he said, were detertnined to have a large sum from the English (Consultation No. 293- ) o