পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায়। ૭હ્નનું কারণ নাই। আপনার আমাকে ৩ হাজার টাকা নজরানা দিবেন। আমি । দেওয়ান ও স্ববাদারকে অম্বরোধ করিয়া যাহাতে ৩৫ হাজার টাকা দিলে,এ ব্যাপারটা মিটিয়া যায়, তাহার বন্দোবস্ত করিব।” কিন্তু ফৌজদার সাহেব মুখে যতটা আস্ফালন করিলেন, কাৰ্য্যতঃ তাহার কিছুই করিতে পারিলেন না। ১৭০৮ থ: অব্দের ডিসেম্বর মাসে ইংরাজের সংবাদ পাইলেন, কাউথপ সাহেব, যিনি রাজমহলে ইংরাজের প্রতিনিধিরূপে অবস্থান করিতেছিলেন, তিনি, এবং কোম্পানীর মালের নৌকাগুলি আটক হইয়াছে। ঘটনাটা অবশ্য যুবরাজের আদেশেই হইয়াছে। অার চোঁদ হাজার টাকা না পাইলে যুবরাজ এগুলি ছাড়িয়া দিতে প্রস্তুত নহেন । এই সময়ে কলিকাতায় সংবাদ মাসে—যে নূতন সম্রাট সাহ-আলম কামবক্সকে পরাভূত করিয়াছেন। এই সংবাদ পাইয়া, দেওয়ান মুরশীদকুলী ও যুবরাজ ফরক্শিয়ার দিল্লী যাত্র। করলেন । এই সময়ে জোসিয়া চিটি নামক কোম্পানীর একজন কৰ্ম্মচারী কলিকাতা কৌন্সিলকে জানান—“মে খিদিরপুরের চৌকীর, মোগল-জমাদারের অনর্থক নৌকা আটক করিয়া, তাহদের ক্রমাগতঃ কষ্ট দিতেছে।” প্রকৃতই এই চৌকীদারগুলা, প্রায়ই কোম্পানীর নৌকা আটক করিয়া কিছু উপরি আiদায়ের চেষ্টা করিত। ইংরাজ-কর্তৃপক্ষীয়ের কলিকাতার কুঠা ইষ্টতে ৬০ জন বরকন্দাজ ২০জন বন্দকধারী সেনা এই মোগল চৌকীদারদের ধরিয়া অনিবার জন্য প্রেরণ করেন। ইংরাজের লোক যথাস্থানে পৌছিলে, উভয়পক্ষে বেশ একটা হাতাহাতি হইয়া গেল। ইহাতে ইংরাজপক্ষে ওমোগলপক্ষে কয়েকজন লোক জখম হয় । ইংরাজের কয়েকজন মোগল চৌপাদfরকে কলিকাতার কৃষ্ঠীতে ধরিয়া আনেন এবং তাহাদের থামে। ইপিয়া, চাবুকের দ্বারা আঘাত করিতে আদেশ প্রদান করেন। * মুরশীদকলী খ ও মুবাদার দিল্লীতে চলিয়া গেলে, শেরবলন্দ খা, বঙ্গবিহার উড়িষ্যায় সুবাদার পদে নিযুক্ত হইয়া আসেন। ইংরাজেরা এই সংবাদ পাটী, নবনিযুক্ত মুবাদারকে প্রসন্ন করিবার চেষ্টা করিতেছিলেন। এজন্য তাহারা জন আয়ার ও প্যাটেল সাহেবকে,ৰ্তাহাদের প্রতিনিধিরূপে শেরবলন

  • We have considéred it and believe it will be for the Company's interest to have them severely punished to deter the other troublesome Chaukis from committing the like. Agreed—that each of them be tied to the post and have 21 strokes with a split ratten and be kept for a further punishment. ( Consultation No 329. )