পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిఫిట్ర কলিকতা সেকালের ও একালের। -صصح রসিদ খা—বিপুল বাহিনীসহ, বঙ্গদেশভিমুখে যাত্রা করিয়া, डिनिद्रा গড়ি ও শক্রৗগলির গিরিপথে প্রবেশ করিলেন। নবাব মুরশীদকুলী খ– তাহার আগমন বার্তা শ্রবণে কিছু মাত্র ভীত না হইয়া, সৈন্তসংগ্ৰহ করিতে লাগিলেন। রসিদ খা, মুরশীদাবাদ হইতে তিন ক্রোশ দূরে শিবির সংস্থাপন করিলেন । মুরশীদকুলী খণ—মীর বাঙ্গালী ও সৈয়দ আনোয়ার খ" নামক দুই জন যোদ্ধাকে, তাহার সেনাপতি পদে বরণ করেন। এই দুইজন যোদ্ধার সহিত দুইসহস্ৰ অশ্বারোহী ও পদাতিক সেনা প্রেরিত হইল। রিয়াজের লেখকের মতে—“মুরশীদকুলী খণ তখনও অবিচলিত। এ যুদ্ধ সম্বন্ধে তাহার যেন কোন ভাবনাই নাই । তিনি প্রতিদিন স্বহস্তে কোরাণের এক একটী অংশ লিথিয়া রাখিতেন। যুদ্ধক্ষেত্রে সেনাপতিগণকে প্রেরণ করিয়া, তিনি কোরাণ লিখিতে মনোনিবেশ করিলেন । এই যুদ্ধে আনওয়ার খ। শক্রহস্তে নিহত হন। মীরবাঙ্গালী, অল্পসংখ্যক সৈন্তাসহ যুদ্ধ করিতে লাগিলেন । রসিদ খণর সৈন্স, তাহাকে চারিদিক হইতে বেষ্টন করিল। নবাবের নিকট যখন এ সংবাদ পৌছিল, তথন ও জিনি অবিচলিত " একমনে কোরাণ লিখিতে নিবিষ্ট । মীরবাঙ্গালী যুদ্ধে অক্ষম হইয়া, পশ্চাৎপদ হইলেন। নবাব এই সংবাদ অবগত হইয়া, মুরশীদাবাদের ফৌজদারী সেন। নায়ক এবং নিজের বিশ্বস্ত অম্লচর, মোহম্মদ খাকে, মীর বাঙ্গালীর সাহt্যযার্থে C3 여 করিলেন। ইহার পর, তিনি নিজে যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হন। মীর বাঙ্গালী প্রভুকে আসিতে দেখিয়া, পুনরায় সসৈন্সে তাহার সহিত যোগদানকরেন এবং রাজধানীর বহির্ভাগে থরিসাবাদের ময়দানে, রসিদ খণর সহিত যুদ্ধে প্রবৃত্ত হন। মুসলমান লেখকগণ বলেন—“নবাব হস্তীপৃষ্ঠে বসিয়া যুদ্ধকালে "সস্তুফি” মন্ত্র পাঠ করিতে আরম্ভ করেন। এই মন্ত্র বলেই, তিনি যুদ্ধে জয়ী হইয়াছিলেন।” রসিদ খ', মীরবাঙ্গালীর হস্তনিক্ষিপ্ত তীরে ধরাশায়ী হন, পরিশেষে মহাযুদ্ধের পর, নবাব মুরশীদকুলী পর্ণ জয়লাভ করেন। নবাবের সৈন্যগণ জয়ধ্বনি করিতে করিতে, নগর মধ্যে প্রবেশ করিল। এরূপ প্রবাদ আছে—তু লোকের মনে-ভয়ুসঞ্চার করিবার জন্য, নবাব মুরশীদকুৰী খাঁ, নিহত সৈন্সের মস্তক দ্বারা প্রকাশ রাজপথে একটা বিজয়স্তম্ভ নিৰ্ম্মাণের আদেশ প্রদান করেন। এই স্তম্ভের প্রত্যেক কোণে, রসিদ খাঁ ও তাহার অদ্ভুচরবর্গের ছিন্নমস্তক রক্ষিত হুইয়াছিল।” --..........-.-----سسسهم.سسسس.....--سسه --- --- - ----------- -معمحمام محماسی محمامه بمبسیاست DBBB BBBS BB BBg tSBBgB ggB DDDBB SLgB BBS DDDDS स्रश्वान २०*)