পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

કૃ૨૨ কলিকাতা সেকালের ও একালের । পড়িলেনঃ এবং নিরুপার হইয়া দুর্গ মধ্যে আশ্রয় লইলেন । সুবাদারী সৈন্যগণ, দুর্গ মধ্যে প্রবেশ করিয়া, তাহাকে বন্দী করিয়া ফেলে—ও ফৌজদার সাহেব শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তাহাকে মুর্শিদাবাদে পাঠাইয় দেন। মুরশিদাবাদে গমনকালে সীতারাম কিছুদিন নাটোরে বন্দীভাবে ছিলেন, এ কথাও শুনা যায় । - সীতারামের মৃত্যু সম্বন্ধে দুই প্রকার কিম্বদন্তী প্রচলিত অাছে। মুসলমান ইতিহাস-লেখকেরা বলেন—মুরশীদকুলী খ’ সীতারামকে শূলে চড়াইয়। দেন। কিন্তু অন্য জনপ্রবাদ অনুসারে, তিনি পথিমধ্যে কিম্বা কারাগারে বিষ খণইয়া আত্মহত্যা করিয়াছিলেন ।* সীতারামের পরিবারবর্গ যে নবাবের কবল হইতে মুক্তি লাভ করিবার জন্ত, কলিকাতায় তাহাদের আত্মীয় রামনাথের নিকট পলায়ন করেন, এতৎসম্বন্ধে অনেক কথা সেকালের কলিকাতা-কেন্সিলের মন্তব্য হইতে জানা যায়। নবাবের আদেশে, হুগলীর ফৌজদার মীর নাসির, কলিকাতায় ইংরাজ-কোম্পানীর পাটোয়ার রামনাথের আশ্রয়ে লুক্কায়িত, সীতারামের পরিবারবর্গের সন্ধানেয় জন্য পুরস্কার পর্য্যন্ত ঘোষণা করেন, তাহারও প্রমাণ পাওয়া যায়। আমরা নিয়ে এই মন্তব্যটার প্রয়োজনীয়াংশ উদ্ধত করিলাম। এই মন্তব্য হইতে প্রমাণিত হয়, নবাব মুরশীদকুলী খা কোন বিশ্বস্ত SS S BBBBBB DDDBBB BBBS BBB BB BBBB BBB S BBB BBBBB BDDS “বকুল আলি সীতারামকে সপরিবারে কারারুদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করিয়া মুর্শিদাবাদে প্রেরণ করিলেন। নবাবের আদেশে, তাহার মুখ চৰ্ম্মাবৃত করিয়া মুর্শিদাবাদের পুর্বপাঙ্গে, ঢাকা ও মহম্মদপুর যাইবার রাস্তায়, তাহকে শূলে আরোপিত কয় হইল। অন্যান্য জমীদারদের ভগ্নপ্রদর্শন জন্য ঐ মৃতদেহ নিকটস্থ বৃক্ষে লটকান হুইল—এবং অপরাধীর রক্ত যাহাতে মাটীতে না পড়ে, এজন্য একটা পাত্র নীচে স্থাপিত হইল—সীতারামের পরিবারবর্গকে যাবজীবন মহoffwton wintov * *** I e giff fifrosco—Bux Ally Khan seized sitaram, his woman, children and accomplices and sent them in irons to Murshidabad, where Sitaram and the robbers impaled alive and woman and children sold as slaves (Stewart's Bengal. p. 383). & to itstättan oগণকে “দস্থ্য" বলিয়া উল্লেখ করিয়াছেন । কিন্তু ইয়ার্টের সংগৃহীত বিবরণের অধিকাংশই মুসলমান লেখকদিগের বৃত্তান্ত হইতে সংগৃহীত , এই সমস্ত মুসলমান ইতিহাস লেখকগণ সীতারামের মত ধীরকেও দস্য বলিতেও সঙ্কচিত হন নাই । i t Letters and messengers from Mir Nassir êovernd of Hugly, aC~ 'quaint us, that puan Jaffurcaun has received informatiqn and believe° that the family of Şeettaram late Jemeendaree of Boosn iy concealed in our Town (Calcutta), and pretends to suppose that they have Thirty Laeck of Rupees with them which he will demand of us for the King"