পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ অধ্যায়। " 8 ર૭ * মুত্রে জানিতে পারেন, যে সীতারামের পরিবারবর্গ, ত্রিশলক্ষ টাকা লইয়া কলিকাতায় লুকাইয়া আছেন। ইংরাজ কোম্পানীর তৎকালীন পুরাতন সেরেস্ত হইতে প্রমাণিত হয়, যে নবাবের আজ্ঞায় সীতারামের ইতিপূর্বেই প্রাণদণ্ড হইয়া গিয়াছে। নবাব হুগলীর ফৌজদার মীর নাসিরের মারফৎ যখন এইরূপ আদেশ পত্র পাঠাইলেন, তখন ইংরাজের একটু ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন। যদি সীতারামের পরিবারবর্গ সত্যসত্যই কলিকাতায় আসিয়া থাকে, তাহ হইলে নবাব ইংরাজদিগকে উৎপীড়িত করিবার জন্য নূতন ছল খুজিয়া পাইবেন। কাজেই কলিকাতার কর্তৃপক্ষগণ, তাহাজের অধীনস্থ পাটোয়ার, শীকদার, কোতোয়ালগণকে আহ্বান করিয়া মীর নামিরের প্রেরিত কৰ্ম্মচারীদের সম্মুথেই এই বিষয়ে জেরা করিতে লাগিলেন। এই জেরার মুখে প্রকাশ পায়, একদিন উমাকালে কয়েকজন বিদেশী স্ত্রী-পুরুষ গঙ্গায় স্নান করিতেছিলেন । তাহাদেরের সীতারাম পরিবারভূক্ত মনে করিয়া ধরিয়া আনা হয়। কিন্তু আবার তাহদের ছাড়িয়া দেওয়া হয়। তাছারা এখন যে কোথায়, তাহার কোন সন্ধান পাওয়া যাইতেছে না। ইংরাজের মীর নাসিরের কৰ্ম্মচারীদের বলিয়া দিলেন, সীতারামের পরিবারবর্গের সন্ধান পাইলেই তাহাকে সংবাদ দেওয়৷ হইবে । এজন্য একশত টাক পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হইল। এই পুরস্কার ঘোষণার পরই, তাহাদের খুজিয়া বাক্টি করিবার চেষ্টা আরম্ভ হয়। * . q use. If we conceal and protect them. Alir Nassir therefore perswades us as s friend to make diligent search and deliver them up with all that belongs to them if they are sound. for Seetaram being executed by the Duan's order for Murder and Rebellion, all his effects belong to the king. * * - - - Consultation No 837 ( Subject Seettaram—a fugitive land-holder concealed in Calcutta ) 1713-4 *

  • The encouragement of hundred rupees reward promised, prevailed with two needy persons to discover that Scettrams family were concealed by Ramnaut our Puttwaree at Govindpur (the very person who said the Duans servants carry'd them away) the men in his House and the Women at another place, the President therefore sent two trusty servants and ten Peons along wijh the informers, who found and brought away two sons and a Daughter, all smaī. Children of Seetarams also six Women of his family and four men servants they also brought away. Ramnaut our Patwaree who by concealing and harbouring them endangered vast prejudice to our affairs in Bengal for the P*** J******** seeks all occasspns