পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শ অধ্যায়। - 84% and 8 chettaks of ground in Bazar Calcutta, Rent 15 annas r pies sicca per annum. Calcutta Cutcherry. This 2nd day of January 1758 No. 1. Sd. M. Collet. Zaminder.. উল্লিখিত পাটাখানি হইত্তে প্রমাণ হয়, তখন কোম্পানী বাহাদুরের একটা বাঙ্গালা-সেরেস্তাও ছিল । উছা হইতে বুঝা যায় পুরাকালে এই প্রথা অনুসারেই জমি বিলি করা হইত। ভবিষ্যতে ১৮১৯ খ্ৰীষ্টাব্দ পর্য্যন্ত এইরূপ পাটাই চলিয়া আসিয়াছিল। মিঃ লিণ্ডের প্রস্তাবে ১৮১৯ সালে পুরাতন পাট্টার বয়ান পুরিবর্তিত হয়। সে পরিবর্তন টুকু মোটের উপর বড় বেশী নয় । কলিকাতায় র্যাহার কোম্পানীর আমল হইতে বংশাবলীক্ৰমে বাস করিতেছেন—উল্লিখিত প্রাচীন কথাগুলি তাঙ্গাদের বিশেষ চিত্তরঞ্জক হইবে। প্রত্যেক কালেক্টরের অধীনে একজন করিয়া এদেশীয় সহকারী থাকিতেন। ইনি "ব্ল্যাক-ডেপুটী" বা “ব্ল্যাক-কলেক্টর" বলিয়। অভিহিত হইতেন। ১৭০৫ সালে নন্দরাম বলিয়া একজন বাঙ্গালী, সহকারী रुर्रजढ़ेब्र রূপে নিযুক্ত হন। কিন্তু নন্দরাম উপরি উপায়ের ‘চৈষ্টা এবং তহবিল তছরূপাদি করায়, কৰ্ম্ম হইতে অপসারিত হন। কলিকাতার প্রথম কলেক্টার রালফ, শেলড়ন। নন্দরাম, শেলডনের সহকারী ছিলেন। নন্দরাম কৰ্ম্ম হইতে অপসারিত হইলে জগৎদাস তাহার পদে নিযুক্ত হন। এই নন্দরাম ও জগৎদাসের বংশ এখনও বর্তমান কি না তাহা, আমরা জানি না। জগৎদাসও নন্দরামের ন্যায় উপরি-পাওনার চেষ্টা করিলেন। তহবিল তছরূপ করায়, কোম্পানী বাহাদুর তাহাকে পদচ্যুত ও কারারুদ্ধ করেন এবং নন্দরাম পুনরায় কলিকাতায় “ব্ল্যাক-কলেক্টর" নিযুক্ত হন । 魯 এবারেও নন্দরাম লোভ সম্বরণ করিতে পারিলেন না। এখনও মফঃস্বলের জমাদারদের অনেক নায়েব-গোমস্তা, দশ পনর টাকার চাকরী করিয়া বাড়ী-বালtঃ; ল করেন। সুতরাং নন্দরাম যে না করিবেন, তাহার কারণ কি ?Jতিনি নানা উপায়ে নিজের উদর পূরণ করিয়া প্রভু