পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& 8 কলিকতা সেকালের ও একালের । অর্থে পার্জন করিত, তজ্জন্ত কোম্পানীই দায়ী। তাছাদের অধীনস্থ কৰ্ম্মচারিগণের মধ্যে ছোট বড় সকলেই, অন্যায় উপায় দ্বারা বেনামী ব্যবসা প্রভৃতি চালাইয়া, ছাড় ও দস্তকাদির অপব্যবহারে অর্থেপঞ্জন করিতেন ।* কলিকাতা প্রভৃতি গ্রামত্রয়ের ও পার্শ্ববৰ্ত্তী ৩৮ খানি গ্রামের খাজনা আদায় বিলি-বন্দোবস্ত প্রভৃতির কার্য্যভার, এই কালেক্টার জমিদারের হাতে ছিল । এতদ্ব্যতীত তিনি ফৌজদারী বিভাগেরও প্রধান কৰ্ম্মচারী ও ম্যাজিষ্ট্রেটের কার্য্য করিতেন। তাহার অধীনে একটা ক্ষুদ্র পুলিসও ছিল। ১৭০৪ খৃঃ অব্দে এই পুলিসের সংখ্যা একজন প্রধান কৰ্ম্মচারী বা পুলিস • সুপারিন্টেণ্ডেণ্ট, পয়তাল্লিশজন কনষ্টেবল, দুইজন নকীব ও কুড়িজন চৌকীদীর ছিল । কিন্তু সেকালের গোয়ালারা বিশেষ শক্তিমান জাতি ছিল ও উত্তমরূপে লাঠিবাজি করিতে জানিত, এইজন্য তাঁহাদের চৌকীদার করা হইত f ১৭০৬ সালে কোম্পানীর অধিকারের মধ্যে চুরি-ডাকাতীর সংখ্যা বৃদ্ধি হওয়ায়, আরও ৩১ জন পাইক লইবার আদেশ হয় । ইহাই সেকালের প্রথম পুলিস-বন্দোবস্ত । রোটেসান বা পূৰ্ব্বোল্লিখিত “পৰ্য্যায়ক্রমিক” ব্যবস্থার আমলে, কালেক্টরি বা ম্যাজিষ্ট্রেটের বড়বাজারে বা দেশীয় প্রধান অংশে এক কাছারি ছিল । কিন্তু তল ওয়েলের আমলে তাহণ কলিকাতায় উঠিয় আসে প্ৰধ কালেক্টর খাজনা-পত্র সম্বন্ধীয় মামলার নিষ্পত্তি করিতেন এবং ফৌজদারি বিভাগে ৪ tহাকে ম্যাজিষ্ট্রেটের কাজ করিতে হইত। ম্যাজিষ্ট্রেট 4. It was the vicious policy of the coln pany to underpay its servants and it was notorious that these servants, both high and low, derived the greater part of their income from their perquisities and from private trade. (Wilson—vol I. P. 196. ) t It is ordered that one chief peon,and forty five peổns, two chubdars ( Chob-tlars) and twenty guallis (gowalas) be taken into pay. a (Consultatlon No. 52 17o4 ) # Several robberies having been commitcd in the town by country robbers who killed and wounded several of the Confpany's native servants and others, it is thought necessary to keep greater guard on the towns for the Company's tenant's safety, wherefore(che Jemidar (zeminder) is ordered to entertain 31 pikes or black-peons for Ne time to prevent like mischiefs in the future. ( Vide Consultation No. Å Decr–27th. )