পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। ss, কলিকাতা, সুতালুট ও গোবিন্দপুর প্রভৃতি গ্রামের জমীদারী সেরেস্তার নকল । মোট জমা খরচ—অক্টোবর ১৭৯৩ খৃঃ অব । জমা— $ খরচ– বসত বাটীর জমীর ও বাটীর চাকরদিগের বেতন খাজনা ••• ৩২৭ly৬ | কোতোয়াল e 9 a. 8-y পাট হিসাবে ... ৩.॥e/৯ | ৫ জন সেরেস্তার কেরাণী ১৮॥• ঋণ আদায় 婷娜 够 ৭/০ ; ১৫জন পিয়ন ۰۰۰ به دنیا জরিমানা 發 @ ↔ ৪ । ১০ জন পাইক .۰۰۰ که به পেয়াদার রসুম “ ... ।yo | খাজনা আদায়কারী গোমস্ত বিবাহের ফিঃ օ»- Ֆն օ ৪ জন ه او ه ه ه সেলামী. ১le | ঢোল ও ভেরীবাদক ... ১wo জালানী কাঠের শুষ্ক , ৩॥০ হালালথোর ২ জন (?) ... ԵՂբ শস্যাদির শুষ্ক • ১৪৭9• | কুগিজ • • • • |eyo - কালী به راه • ه ه খাজানা থানায় জমা ... .৩১৪৯ উল্লিখিত জমা-খরচ কেবল কলিকাতার জমীদারী-সেরেস্তার জন্য । সেকালের এক জন সহর কোতোয়াল-মাসিক চারি টাকা বেতন পাইত । চারিজন লেখকের বা কেরাণীর বেতন ১৮০ ছিল। প্রত্যেক পিয়ন বা পুলিস-রক্ষীর বেতন দুই টাকা হারে ছিল। প্রত্যেক গোমস্তা ১/০ হিঃ বেতন পাইত। হালালথোর (?) কথাটার অর্থ আমরা খুজিয়া বাহির করিতে পারি নাই। ইংরাজী সেরেস্তায় ইহা "Holocore" এইরূপ বানানেই লিখিত আছে। এই সেরেস্তা হইতে দেখা যায়, কোম্পানী বাহাদুরের জমীদারী সেরেস্তার জন্য ছয় আনার কাগজ ও ছুই জানায় কালী কিনিতে হইয়াছিল। এখনকার “ষ্ট্যাম্প ও ষ্টেসনারী” ৰিভাগের বিরাট ব্যবস্থার সহিত তুলনায়, ইহা যেন স্বপ্ন বলিয়া বোধ হয়। নিয়ে কলিকতা স্বতালুট ও গোবিন্দপুর প্রভৃতি গ্রামের আহ্বব্যয়ের হিসাব উদ্ধত করিতেছি।