পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । טאט3 জন্তব্যয় করা হইবে । এজন্য জমিদার বোঁচার সাহেবকে আদেশ করা হইল, তিনি যেন এ সম্বন্ধে কাৰ্য্য আরম্ভ করিয়া দেন। Con—94. গোবিন্দপুর বাজার। কলিকাতার জমিদার মিঃ বোঁচার সাহেব প্রস্তাব করিয়াছেন, টাউন গোবিন্দপুরে, একটা বাজার স্থাপন করা বড়ই আবশ্বক হইয় পড়িয়াছে। ভবিষ্যতে এই বাজার খুব লাভকর হইতে পারে। এজন্য অনুমতি দেওয়া rযাইতেছে, যে উক্ত বাজারের নির্মাণকার্য্য যত শীঘ্র সম্ভব আরম্ভ করা ऋद्धेद । Con— i 15. . প্রাচীন কলিকাতায় চুরি ডাকাতি। দেশীয় অধিবাসীদের অংশে, চুরি-ডাকাতির বড়ই বৃদ্ধি হইয়াছে, এরূপ সংবাদ পাওয়া যাইতেছে। এজন্য সহরের শান্তিরক্ষার্থে একজন ইংরাজ করপোরাল ও ছয়জন গোরা-সৈন্ত, থানার কোতোয়ালের সাহায্যার্থে প্রেরিত হইল । দরকার হইলেই, তাহারা কোতোয়ালকে সাহায্য করিবে। Con— 138. দক্ষিণহস্তের ব্যাপারে গোলমাল । কোম্পানীর অনেক ইংরাজ কৰ্ম্মচারীই অভিযোগ করিতেছেন, তাহীদের আহাৰ্য্যাদি অপৰ্য্যপ্তি ও খানার সময় তাহারা পেট ভরিয়া মনোমত খাইতে পান না। এজন্য আদেশ হইল—প্রত্যেক কৰ্ম্মচারী প্রতিমাসে কুড়ি টাকা করিয়া খোরাকীর জন্য অতিরিক্ত পাইবেন। জালানির তৈলও তাহারা বিনামূল্যে পাইবেন, কিন্তু মোমবাতি দেওয়া হইবে না। (Con–139.) পাঠক মনে রাখিবেন—আমরা দুইশত বৎসর পূর্বের কলিকাতার অবস্থা বলিতেছি। তখন সাধারণ লোকে তেলের অালো জালিত ও পদস্থ শোকেরাই বাতির আলো উপভোগ করিত। সেলারের দাঙ্গা । কোম্পানীর জাহাজের কতকগুলা সেলার, এদেশীয় ਵਜੋਂ লোককে বিবাদের মুখে আক্রমণ করে। এই জাহাজখানি তখন কলিকাতায় নঙ্গর করিয়াছিল। কোম্পানীর একজন এদেশীয় পিয়ন এই দাঙ্গার নিহত হয়। কেন্সিলের কাণে এই কথা উঠায়, তাহার এই নিহত ব্যক্তির আত্মীয়দের