পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8৭৬ কলিকাতা সেকালের ও একালের । টির আয়তন বৃদ্ধি করা প্রয়োজন। কোম্পানী, আমাদিগকে ড্রেণের উন্নতিকল্পে যে অর্থব্যয় করিতে আদেশ দিয়াছেন, সেই অর্থের একাংশ এখন এই পুষ্করিণীর উন্নতির জন্ত ব্যয়িত হউক। এজন্য বক্সীকে আদেশ করা যাইতেছে, যে তিনি এই পুষ্করিণীর পঙ্কোদ্ধার ; আয়তন বৃদ্ধি করিবেন। যে সমস্ত মাটী এই পুষ্করিণী হইতে উঠিবে-তাঙ্গ কেল্লার বুরুজ নিৰ্ম্মাণের জন্ত যে সমস্ত স্থানে থাত হইয়াছে, তাহাতে ফেলিয়া ভরাট করা হইবে । (Con—296. ) ব্ল্যাক-জমীদার নিয়োগ । ব্লাক-জমীদারের পদ, বহুদিন হইতে খালি পড়িয়া আছে। উপযুক্ত ও বিশ্বাসী লোক পাওয়া যাইতেছে না বলিয়া, আমরা এ পর্যন্ত কোনরূপ বন্দোবস্ত করিতে পারি নাই । নন্দরাম ইতিপূৰ্ব্বে এই কাজ করিয়াছিল এবং বিশ্বাসঘাতকতার জন্য তাহাকে পদচু্যত কৰা হয় । কলিকাতা প্রভৃতি তিনখানি গ্রাম ও এতন্মধ্যস্থিত বাজারগুলির পরিদর্শন ও হিসাব-পত্র রাখা এই “ব্লাক-জমীদারের” কাজ। সন্তোষ মল্লিক জামিন ड१झांझ, আমিরা রামভদ্রকে এই পদে নিযুক্ত করিলাম। রামভদ্র তাহাব পূৰ্ব্ববৰ্ত্তী কৰ্ম্মচারী দের স্থায় বেতন পাইবে । 尊 響 খোজ সরহদের ঋণ । খোজা সবুল্ল – কোম্পানীর অনেক টাকা ধার করিয়াছেন, কিন্তু তাহা শোধ করিতে পারিতেছেন না। পাছে মালপত্র সরাইয়া দিয়", তি BBBBB BBB BBS ggBB BBBB BBBB BBB BBB BB BB দিবার জন্ত পাঠান হউক । তাহার অস্থাবর সম্পত্তি অনেক । এগুলি ক্রোকৃ হইলেও, কোম্পানীর পাওন টাকা আদায় হইতে পারে। (Con.–3t2) এই খোজ সরহদ, একজন নামজাদা আল্মাণী সওদাগর। . সম্রাট ফরক্শিয়ারের দরবারে, ইংরাজের যখন দূত প্রেরণ করেন, তখন এই খোজ সরহদই ইংরাজদের দ্বিভাৰ্মীরূপে সম্রাটের দরবারে উপস্থিত ছিলেন । কলিকাতায় প্রথম গিৰ্জ্জ । কোম্পানীর পাদর মিঃ উইলিয়াম এণ্ডারসন সাহেব, কৌন্সিলকে জান৷ইয়াছেন, যে ভিনি কোম্পানীর নব-নিৰ্ম্মিত গির্জাটা খুলিবার জন্ত দিশাতের গড় বিশপের অনুমতি-পত্ৰ পাইয়াছেন। গির্জার নিম্মাণ কাৰ্য্যও