পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধ্যায়। 8ነፃ থার মৃত্যুর পর হইতে এ পর্য্যন্ত, কাহাকে এ পদ দেওয়া হইবে, তৎসম্বন্ধে অনেক আলোচনা হইয়াছে। কিন্তু এখন মালামাল খরিদের ও মূল্য নিৰ্দ্ধারণের সময় অগ্রবর্তী হইয়া আদিতেছে। এজষ্ঠ একজন দালাল নিয়োগ না করিলেই নয় । এইজন্য আমরা সকলে এক মত হইয়া হরিনাথকে কোম্পানীর দালালরূপে নিযুক্ত করিলাম। (Con—989.) এই নিয়োগের একটা ছোট খাট Ceremony বা উৎসব ছিল। কারণ উক্ত মন্তব্যে লিখিত আছে—“আমরা কোম্পানীর কৰ্ম্মচারিগণকে ও নবনিযুক্ত দালালকে আহবান করিয়া, তাহর প্রয়োজনীয় কৰ্ত্তব্য তাহাকে বুঝাইয়া দিলাম। প্রথামত নবনিযুক্ত দালালকে একটা শিরোপ ও এক বোতল গোলাপজল ও পান দিয়া সম্বৰ্দ্ধনা করা হইল। (Con-ggo) ডাক্তার হামিলটনের উইল । সম্রাটু ফরকশিয়ারের নিকট ইংরাজেরা যে দৌত্যাভিযান প্রেরণ করেন, তাহার সহিত কোম্পানীর বেতনভোগী চিকিৎসক হামিলটন সাহেবও দিল্লী গিয়াছিলেন। সম্রাটের কঠিন পীড়া আরোগ্য করিয়া, তিনি কিরূপে র্তাহার অনুগ্রহ-ভাজন হন, একথা পূৰ্ব্বে বলা হইয়াছে। দিল্লী হইতে ফিরিয়া আসিবার পরই, হামিলটনের মৃত্যু হয়। কলিকাতায় সুেন্ট জন গির্জায় তাহার সমাধি এখনও বৰ্ত্তমান। এই হামিলটনের উইলের সারমৰ্ম্ম আমরা পাঠকগণকে জানাইতেছি। ళ в ১। আমি আমার প্ৰিয়বন্ধু জেমস উইলিয়মসনকে (ইনি পরে কলিকাতা কৌন্সিলের প্রেসিডেণ্ট হন ) পাচ হাজার পাউণ্ড দান করিলাম। ২ । মিঃ এডওয়াড ষ্টিভেনসনকে-পাচ শত টাকা ও একটা হীরক অঙ্গুরীয় দিলাম। ৩। মি বারকারকে-কুড়ি পাউণ্ড ও একটা হীরার আংটা দিলাম। s 獵 ৪। ফিলিপকে কুড়ি পাউণ্ড ও একটা হীরার আংটা দিলাম। ৫ । বঙ্গদেশের গির্জার ফণ্ডে একহাজার টাকা দিলাম। . ৬।. উল্লিখিত দান সমূহ ব্যতীত, আমার যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নগদ টীকা ও ধনরত্নাদি হিল, তাহা আমি আমার বিলাতবাসী