পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তদশ অধায় । ماهه আমরা পলাশী আমল হইতে দশশালা বন্দোবস্তের পূর্ব পর্য্যন্ত অর্থাৎ এই ৩২ বৎসর কাল ধরিয়া যাহার কলিকাতার কালেক্টার পদে নিযুক্ত ছিলেন, উপরে তঁাহীদের তালিকা দিলাম। বর্তমান কলিকতাবাসী পাঠক ইহা হইতে সেকালের কলিকাতা-কালেক্টরী সম্বন্ধে অনেক পুরাতন কথা জানিতে পরিবেন। i.) আমরা ইতিপূৰ্ব্বে কলিকাতার কালেক্টারদের যে তালিকা দিয়াছি, তাহার মধ্যে শেষের নামটী ( অর্থাৎ ফ্রান্সিস গ্ল্যাণ্ডউইন্‌ সাহেব ) এখনও এদেশের ইতিহাস-পাঠকদের নিকট সুপরিচিত। এই গ্ন্যাডউইন্‌ সাহেব, “আইন-আকবরী” নামক পারস্য গ্রন্থের এক বিশদ অনুবাদ প্রকাশ করেন । ১৭৮৪ খৃঃ অব্দে তিনি “কলিকাতা গেজেট ও ওরিএন্ট্যাল এড় ভারটাইজার” নামক একখানি সংবাদপত্র প্রকাশ করেন। এই সময়ে কলিকাতায় প্রথম ইংরাজি ছাপাখানা হয়। গ্ল্যাডউইন সাহেব, পারস্য ভাষায় অতি সুপণ্ডিত ছিনেল। আইন আকবরী ব্যতীক্ত তিনি"উলফাজ, আদউয়ে" নামক একখানি পারসী গুস্থ তজ্জমা করেন । সম্রাট সাজাহানের আবদুল হাজী সিরাজী বলিয়া একজন পারিবারিক চিকিৎসক ছিলেন । এই "উলফগজ” তাহারই রচিত, ও সাজাহানের সময়ের অনেক জ্ঞাতব্য কথায় পরিপূর্ণ। এতদ্ব্যতীত তিনি সেকালের ইংরাজদিগকে পারস্য ভাষায় সুশিক্ষিত করিবার জন্ত, “পারুশীয়ান-মুনী” নামক একখানি গ্রন্থও রচনা করেন। মুসলমান আইন ও বঙ্গের রাজস্ব-সংক্রাস্ত আইন-ঘটিত দুই খানি গ্রন্থ ও এক খানি ইংরাজীপারস্য অভিধানও তাছার রচনা। পরববর্তীকালে এই গ্ন্যাডউইন সাহেবের অবস্থা যথেষ্ট মন্দ হইয়া পড়ে । কেন না, ১৭৯০ খৃঃ অব্দে দেখা যায়, তিনি “কোট অব রিকোয়েষ্টস" নামক আদালতে কেরাণীগিরি করিবার জন্য দরখাস্ত করিয়াছিলেন । Cunning, cruel, rapcious, tyrannical of footo offs of El finition ১৭৮ খৃঃ জন্ধে ৮ লক্ষ টাকার মালিক হইয় বারওয়েল এ দেশ ত্যাগ করেন। विणांष्ठ গিয়া তিনি পালামেন্টের মেম্বর হন। সেকালের ইংরাজদের মধ্যে তিনি খুব বিলামী ছিলেন। আজকাল যাহা বেঙ্গল গবৰ্ণমেন্টের অফিস বলিয়া পরিচিত, পূৰ্ব্বে সেই স্থান অধিকার করিয়া রাইটাস বিল্ডিংস নামক একটা হুদীর্ঘ প্রাসাদতুল্য বাটা ছিল । বরিওয়েল এই বাটীর মালিক ছিলেন। কোম্পানী বাহাদুর র্তাহাদের কর্মচারীদের বাসের জন্ত, বারওয়েলের নিকট হইতে এই বাড়িটা ভাড়া করিয়া লরেন। যে বাড়ীতে পরে মিলিটারী-অফর্ণন-এসাইলম স্থাপিত হয়, immDttDDDDBBB BBB BBBBB BB BBB BBBB BBBB BBBS मष्ठाग्नभान, हेहाइ ॰वाब्रख्tब्रएलब, जांबानबाणै झिण । . अरे रशैिद्र बप्पा ●कणै। अठि স্থসজ্জিত বলরুম-ছিল। সেকালের পদস্থ সাহেবর মৃত্যাদি উৎসবে এইস্থানে আসিতেন ।