পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

むo8 কলিকাতা সে কালের ও একালের । ১৭২ খ্ৰীঃ অন্ধ হইতে এই ১৯১৩ খৃ:অন্ধ পৰ্য্যন্ত, কলিকাতায় কালেক্টরগণ ধারাবাহিক রূপে নিয়োজিত হইয়া আসিয়াছেন । রাষ্ট্রবিভাগের নানাবিধ পরিবর্তন ঘটিলেও, ইহাদের পদবীর কোন বিশেষ পরিবর্তন হয় নাই। তবে ১৭২০ খ্ৰীঃ অব্দের কালেক্টর ও বর্তমান কালেক্টরের কৰ্ত্তব্যের মধ্যে অনেক বিভিন্নতা দাড়াইয়াছে। এখন ষ্ট্যাম্প, একসাইজ, ইন্‌কমট্যাক্স প্রভৃতি নানা বিভাগের স্বষ্টি হইয়াছে।* প্রাচীন কলিকাতার উপর দিয়া অনেক ঝড়-ঝটিকা চলিয়া গিয়াছে, দেশের চারিদিক নানারূপ বিপ্লবে সমাচ্ছন্ন হইয়াছে, এতৎসত্ত্বেও কলিকাতা কালেক্টারির কাজ, সেই পুরাকাল হইতে আজ পর্য্যন্ত অবিচ্ছিন্ন ভাবে চলিয়া আসিতেছে। ১৭৩৭ খৃঃ অব্দের মহা ঝড়ে কলিকাতায় মহা বিপ্লব উপস্থিত হয়। অনেক ঘরবাড়ী পড়িয়া গিয়া কলিকাতা প্রায় সমভূমি হয়। তাহার পর, ১৭৫৬ খৃঃ অব্দে নবাব সেরাজউদৌলা কলিকাতা লুণ্ঠন করিয়া ইহাকে ছারে খারে দেন। লোক জন প্রাণভয়ে চারিদিকে ছড়াইয়া পড়ে। ১৮৫৭ খৃঃ অন্ধে, সিপাহী-বিদ্রোহে কলিকাতা হ্রাস-পরিপূর্ণ হইয়া উঠে । ১৮৬৪ সালের ঝড়ে আবার এই কলিকাতার যথেষ্ট ক্ষতি হয়। কিন্তু এ সমস্ত প্রাকৃতিক ও রাষ্ট্রবিপ্লব স্বত্ত্বেও কলিকাতা কালেক্টরের কাছারী অবিচ্ছিন্ন ভাবে আজ পর্য্যস্ত চলিয়া আসিতেছে । আজকাল যাহা কেন্সিল-হাউস-স্ট্রীট বলিয়া সাধারণ্যে পরিচিত, আগে এই স্থানের সান্নিধ্যে একটা “কেন্সিল-হাউস” ছিল। এই কেন্সিল-হাউস হইতেই বর্তমান রাস্তার নাম “কেীন্সিল-হাউস- স্ট্রট” হইয়াছে । বৰ্ত্তমান গবর্ণমেণ্ট হাউসের পশ্চিম দিকে এই কৌন্সিল-হাউস্ অবস্থিত ছিল। কলিকাতার পুরাতন দুর্গে স্থানাভাব হওয়ায় ও নূতন দুর্গ আরম্ভ হওয়ার সময়, এই কৌন্সিল হাউসেই কলিকাতার কালেক্টরের কাছারী স্থানান্তরিত হয়। ১৮০০ খ্ৰীঃ অব্দে কলিকাতায় লাট-প্রাসাদ নিৰ্ম্মাণের জন্ত, এই কেন্সিল বাটটি ভাঙ্গিয়া ফেলা হয়। এই সময়ে কালেক্টারি

  • পরবর্তীকালে তিনজন বাঙ্গালীকে আমরা প্রথমে কালেক্টরের সহকারীরূপে ও পরে কলিকাতার কালেক্টররূপে দেখিতে পাই। ১৮৫৭ খৃঃ অন্ধে অর্থাৎ মিউটনীর সময়, বাবু কৈলাসচন্দ্র দত্ত কালেক্টরের কাজ করিতেন। ১৮৬০ খৃঃ অব্দে বাবু শিবচন্দ্র দত্ত কালেক্টর হন। ১৮৬২ খ অব্দে বাবু অভয়চরণ,মল্লিক এই পদ লাভ করেন। ইংরাজের উদার শাসন * নীতির ফলে ইহার পর অনেক বাঙ্গালীই কলিকাতার কালেক্টর পদে নিযুক্ত হইয়াছেন ।

হলওয়েলের অমলের "জমীদার কিরূপে কালেক্টারে পরিবর্তিত হন, জাহার পরিচয় পাঠক উপয়েই পাইয়াছেন । to