পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ,অধ্যায়। &ly এইমতে বরগী কত পাপ কৰ্ম্ম কইরা । সেই সব স্ত্রীলোকে জত দেয় সব ছাইড়া ॥ তবে মাঠে লুটিয়া বরগী গ্রামে সাধাএ। বড় ২ ঘরে আইস আগুনি লাগাএ। বাঙ্গালা চৌআরি জত বিষ্ণু মোগুপ। ছোট বড় ঘর আদি পোড়াইলন্সব। এইমতে জত সব গ্রাম পোড়াইয়া । চতুর্দিগে বরগি বেড়াএ লুটিয়া ॥ কাহুকে বঁধে বরগি দিআ পিঠমোড়া । চিত কইরা মারে লাথি পাএ জুতা চড়৷ রূপি দেহ ২ বলে বারে বারে। রূপি ন পাইয়া তৰে নাকে জল ভরে। কাহুকে ধরিয়া বরগী পখইরে ডুবাএ। ফাফর হইঞ তবে কার প্রাণ জীএ ॥ এই মতে বরগি কত বিপরীত করে। টাকা কড়ি না আইলে তারে প্রাণে মারে ॥ জার টাকা কড়ি আছে সেই দেয় বরগিরে । জার টাকা কড়ি নাই সেই প্রাণে মরে ॥ ত্ৰেতাজুগে রাজা ভগীরথ ছিল । অনেক তপস্যা করি গঙ্গা আনিলা ॥ পৃথিবীতে নাম তার হইল ভাগিরথী। তার পার হইয়া লোকে পাইলা অব্যাহতি ॥ তবে কোন কোন গ্রাম বরগী দিলা পোড়াইয়া। সে সব গ্রামের নাম সুন মন দিয়া ॥ চন্দ্রকোন মেদিনিপুর আর দিগনপুর। খিরপাই পোড়ায় আর বর্দ্ধমান সহর । নিমগাছি সেড়গা অণর সিমইলা। . চণ্ডিপুর শ্যামপুর গ্রাম আনাইলা ॥ এইমতে বৰ্দ্ধমান পোড়াএ চাইর ভিতে । পুনরপি আইলা ঘরগি বন্দর হুগলিতে ॥ .