পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায়। @龜帶 জে সময়ে পূৰ্ব্বে বেইরাছিল বর্ধমানে। সে সমএ উকিল আমি পাঠাইলাম তার স্থানে ॥, বনাবস্ত করিতে যদি থাকিত ভার মনে । সেই সমএ উকিল পাঠাইত আমার স্থানে ॥ মুলুক পোড়াইল বুলি বার বার । কাউয়ার সঙ্গে বন্দোবস্ত করিব স্নায় ॥ আলি ভাই বোলে যাহা হবার তা হৈল। কদাচিত উকথা মুখে অীর ন! বুইল ॥ দুই সরদার তুমি দেহ আমার সনে । ভাস্করকে মিলাইয়া আনি এই স্থানে ॥ তবে নবাবসাহেব কহিল দুজনারে। -- আলি ভাইএর সঙ্গে বাইয়৷ আন ভাস্করে ॥ জানকীরাম মুস্তফ খুঁ। দুজনে চলিল । কাটোঞায় যাইয়। ভাস্করকে মিলিল ৷ ভাস্করকে আলি ভাই কহিতে লাগিল । মুস্তাফা খাঁ জানকীরাম দুই জনাএ আইল ॥ নবাব সাহেব পাঠাইল দুই জনারে । সঙ্গে কইরা লইয়া যাইয়া মিলাৰে তোমারে ॥ এতেক শুনিয়। তবে মিরহবিব কর । কদাচিত ভাস্করকে জাইতে মত নএ ॥ মিরহবিব কিছু তবে কহে ভাস্করে । কদাচিত জাইয়া তুমি না মিল তাহারে ॥ মোগলের ফের তুমি করিবা মোনমুবা ৮ আমার কথা শুন জদি কদাচিত না যাবা ॥ তবে মুস্তফা খী কহিতে লাগিল । এতেক কথা তুমি কেনে কহিলা । আমরা দুই জনাএ তবে সঙ্গে কইরা নিব । বনাবস্ত কইরা পুনঃ এইখানে আমিৰ ৫ কিছু কিন্তু জদি মনে কর ভূমি। কোরাণ রমান কইরা কিরা খাইছি আমি -