পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tò 8 কলিকাতা সেকালের ও একালের দিকে যায়। বৰ্ত্তমান পুলিসকোট যেখানে অবস্থিত—সেই স্থান ঘুরিয়া ইহা রাধাবাজারে আসিয়া পড়ে। তৎপরে এজরা ষ্ট্ৰীট হইতে আমড়াতলা ষ্ট্রট পর্য্যন্ত যায়। সম্ভবতঃ, বর্তমান বেন্টিক-স্ট্রট অর্থাৎ কালীঘাটাভিমুখী পুরাতন যাত্রী-পথটাকে এই রক্ষণ-বন্ধনীর সীমাভূক্ত করা হয় নাই। তখন এই স্থানে কসাই, তেলি, ডোম, প্রভূতি জাতি বাস করিত। এই জন্ত আজও এই স্থানগুলি কঁসাইটােলা, ডোমটােলা, কলুটােলা প্রভৃতি সংজ্ঞায় অভিহিত। তৎপরে এই রক্ষাবন্ধনী পৰ্টুগীজ কোয়াটারকে বেষ্টন করিয়া অশ্বিনিয়ান ষ্ট্রীটে আসিয়া পড়ে। তৎপরে হামাম-গলির x মধ্য দিয়া, মুরগীহাট। হইয়া, আৰ্ম্মানী গির্জা ও গোরস্থানকে বেষ্টন করিয়া, দরমণহাট ও খোংরা পট হইয়া । পুরাতন চীনাবাজারের যে স্থান আজকাল বন্‌ফিন্সড লেন বলিয়া পরিচিত, তাহার মধ্য দিয়া রাজা উদমস্ত ষ্ট্রীটে আসিয়া গঙ্গার ধারে a হয়। পাঠক ইহা হইতে বুঝিতে পারিবেন-সেকালের কলিকাতা কেবল রে দুর্গদ্বার সুরক্ষিত ছিল তাহ নয়, সহরের চারিদিকে এই সুদীর্ঘ কাঠের বেষ্টনী থাকায় আর কিছুই না হউক, চোর ডাকাতেরা সহসা বাহির হইতে সতরের মধ্যে প্রবেশ করিতে পারিত না । বাগবাজার অঞ্চলে সেকালের পেরিনস গার্ডেন ছিল। সেরাজ, সৰ্ব্ব aথমে এই স্থান আক্রমণ করে। এই পেরিনস বাগান ও স্বতালুচীর নিকটবর্তি স্থান সমূহে দুই দশ ঘর ইংরাজ বাস করিতেন। সেকালের কলিকতার অনেক ইংরাজ, সপত্নীক বা বন্ধুবান্ধব সঙ্গে এই বাগানে বেড়াইতে যাইতেন। কলিকাতা দুর্গ-প্রতিষ্ঠার পর ও সহর জনপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে, অনেক ইংরাজ মুতালুট পরিত্যাগ করিয়া থাস কলিকাতায় বসবাস আরম্ভ করেন। ১৭৪৬ খৃঃ অব হইতেই, এইখানে ইংরাজ অধিবাদীদের যাতায়াত মন্দীভূত হইয়া আসে। ১৭৫৩ খৃঃ অব্দে এই বাগান মেরামত অভাবে জঙ্গলময় হইয়া পড়ায় ২৫ হাজার টাকায় বিক্ৰী হয়। ‘হামাম গলিতে—প্রাচীন কলিকাতার সাধারণ স্নানাগার ছিল।" "হামাম" বা স্নানাগার হইতে এই নাম উৎপন্ন হইয়াছে। বহুদিন পূৰ্ব্ব হইতে এই সমস্ত "ছামামের" অস্তিত্ব লোপ পাইয়াছে এবং এই গলিটী আজও অতীতের স্মৃতির সহিত বর্তমানকে সংযোজিত রাখিয়াছে। -- નર્મ গোংরাপটীর মধ্যে সেকালের নিৰ্ম্মিত আজও এই পুরাতন গির্জা ও গোরস্থান ন। পাঠক বড়বাজারের খোংরাপটীর রাস্তার ধীয়েই এই r দেখিতে পাইবেন। এই পুরাতন গির্জাটী