পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

QQやり কলিকাতা সেকালের ও একালের । তখন সহরের মধ্যে যে সকল গলি ও সদর রাস্ত ছিল, আজকালকার মত তাহীদের বিশেষভাবে নামকরণ হয় নাই। কিন্তু তাহ না হইলেও উইলসের এই ম্যাপ হইতে পুরাকালের সেই স্থানগুলিকে চিনিয়া লওয়া বেশী কষ্টকর হয় না। আমরা এক্ষণে এই ম্যাপের নির্দেশাতুসারে পলাশী আমলের পূর্বের কলিকাতার পরিচয় লইব । এই প্ল্যানের মধ্যস্থানেই লালদিঘী। এই লালদিঘীর উত্তর পূৰ্ব্বে কলিকাতায় প্রাচীন দুর্গ। দুর্গের দক্ষিণ দিকে কোম্পানী বাহাদুরের আমদানী zettstą statsmin si Export and Import Warehouse. » oso : আবে এই সমস্ত মালগুদাম নিৰ্ম্মিত হয় । এই মালগুদামের নিকট দিয়া একটা নীতি-প্রশস্ত পথ-নদীয় দিকে চলিয়া গিয়াছিল। ইহণকে “কেল্লাঘাট বা ফোটঘাট ষ্ট্রীট বলিত ।* দুর্গের সন্নিধ্যে, লালদিঘীর কোণে বৰ্ত্তমান রাইটাস-বিলডিংএর কাউন্সিল-চেম্বারের নিকট, কলিকাতার আদি গির্জা সেন্ট এন । এই গির্জা ও লালদিঘীর মধ্যস্থান দিয়া একটা পথ লালবাজারে গিয়া পূর্বকথিত কালীঘাট যাত্ৰীপথ বা Pilgrim Road সহিত মিলিত চইয়াছিল। এই রাস্তার দুই পার্শ্বে বৃক্ষদি রোপিত হওয়ায় ইহার সৌন্দর্য বৃদ্ধি হয় । লালদীঘির উত্তর পূর্ব কোণে “কোর্ট হাউস” অবস্থিত ছিল। ইহাই প্রাচীন কলিকাতার পুরাতন আদালত-গৃহ । এই কোট হাউস হইতেই *stā fāzē rằ zánta osna (Old Court House Street) snw কোট-হাউস ট্রীট নামকরণ হইয়াছে । আজকাল যেস্থানে সেন্ট এনক্র চর্চ বা ঘড়িওয়াল স্কটিশ-গির্জ অবস্থিত সেই স্থানের অধিকার অরিয়াই এই "কোর্ট হাউস” ছিল। এই কোট-হাউসের পশ্চাতে একটা স্ববৃহৎ পুষ্করিণী ছিল । লালবাজারের মোড়ে, বেটিঙ্ক ষ্ট্রীটের সন্মিলন-স্থলে পুরাতন জেলখানা ছিল। ইহাই ইংরাজের নিৰ্ম্মিত কলিকাতার প্রথম জেলখানা। ইহার পর হরিণবাড়ী জেল নিৰ্ম্মিত হয় । হরিণবাড়ী জেলের কথা আমরা পরে বলিব। লালদীঘির পুর্বধারে যে সমস্ত বাড়ী ও বাঙ্গাল ছিল, তাহার কোন

  • অনেকে এই কেল্লাঘাট নাম হইতে বর্তমান “কয়লাঘাট" নামকরণ হইয়াছে, এরূপ অনুমান করেন। ইহা কতদূর সঙ্গত তাহা ঠিক বলা যায় না।

+ এই যাত্রীপথ বর্তমান চিৎপুর রোড, বেণ্টিঙ্ক ষ্ট্রট ও ধৰ্ম্মতল। এই সকল স্থান পূর্বে জঙ্গল সমাবৃত ছিল ও কালিঘাটের যাত্রীরা এই পথ ধরিয়া চৌরঙ্গীর জঙ্গলের মধ্য দিয়া अ१िङ्ग डौद्रराठौ कात्रौशीरः शाश्ठ । -