পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ অধ্যায় । ૯૯૧ অস্তিত্বই এখন নাই। ইহার উত্তরপূর্ব কোণে যে বাঙ্গলীয় গ্রান্ট সাহেব বাস করিতেন, তাহার অধিকত স্থানে এখন ঘড়িওয়াল “ওয়েষ্ট এণ্ড ওয়াচ কোং” প্রাসাদ তুল্য অট্টালিকা নিৰ্ম্মিত হইয়াছে। • * মিসনরোর মধ্যে, পূৰ্ব্বোক্ত কাছারী বাড়ীর সম্মুখে, eggst Play-House বা থিয়েটার-গৃহ ছিল। বৰ্ত্তমান রাইটাস-বিলডিংএর পশ্চাতে আর একটা প্লে-হাউস ছিল। এই থিয়েটার গৃহটই সেরাজ কর্তৃক কলিকাতা আক্রমণ সময়ে ( ১৭৫৬ খৃঃ অব ) নবাব-সৈন্তগণ কর্তৃক “ব্যাটারি” রূপে ব্যবহৃত হয়। প্রথমোক্ত প্লে-হাউসের পরই, লেডী রসেলের আবাসবাটী। ইনি সেকালের সুবিখ্যাত স্তর ফ্রান্সিস রসেলের পত্নী। এই রসেল ইতিহাস-প্রসিদ্ধ ক্রময়েলের বংশধর। পরবর্তীকালে এই রসেল সাহেবের বাটীর অধিকৃত স্থানে- বর্তমান মিসন চর্চ ( ১৭৭৫ খৃঃ অকে ) নিৰ্ম্মিত হয়। ইহার পরের একটা বাটীতে মিঃ ব্রাউন বলিয়া একজন সাহেব থাকিতেন, সে বাড়ীটার অস্তিত্ব এখন না ধাকিলেও পরবর্তীকালে সেই স্থানে আর একটী ত্রিতল বাটী নিৰ্ম্মিত হয়। এই বাট এখনও বর্তমান । এই বাটতেই ওয়ারেণ হেষ্টিংসের কৌন্সিলের অন্যতম সদস্য জেনারেল ক্লেভারিং দেহত্যাগ করেন। পাঠক মনে রাখিবেন আমরা যে সমস্ত বাড়ীর ও স্থানের কথা বলিতেছি—তাহা বৰ্গীর-হাঙ্গামার সমসাময়িক । তখন নবাব আলিবর্দীর অমিল । জেনারেল ক্লেভারিং যে বাটীতে দেহত্যাগ করেন, সেই বাটীতে লর্ড কর্জন বাহাদুর, একখানি প্রস্তর-ফলক লাগাইয়া দিয়াছেন। এজন্য তাহ আজও সেই সুদূর অতীতের স্মৃতি-বহন করিতেছে । সেকালের ম্যাঙ্গো-লেন আজও অপরিবর্তিতভাবে বর্তমান । এইবার মিসন-রে ও ম্যাঙ্গো-লেন ছাড়াইয়া, করেন্সি আফিসের পার্শ্ব দিয়া—আমাদিগকে বর্তমান টেলিগ্রাফ অফিসের নিকট আসিতে হইৰে । বর্তমান টেলিগ্রাফ-আফিস বিল্ডিং যেস্থানে আছে—সেই স্থানের সান্নিধ্যে, লালদীঘি ছাড়া আর একটা পুষ্করিণী ছিল। এই পুষ্করিণীর আশে পাশে কতকগুলি ছোট মেটে ও কোঠা বাড়ী ছিল । এই বাড়ীতে কোম্পানীর “কলিকে-প্রিন্টারগণ” (Kalico-Printers) বাস করিতেন । এই কালিকে প্রিন্টারদের আবাস স্থানের পরেই পলাশী আমলের পাদরী বেলামী সাহেবের আবাস-স্থান ছিল । পাদরী বেলামী সাহেবের বাটীর কম্পাউণ্ড বা সীমানা বৰ্ত্তমান ওয়েলেসলি প্লেস ও ডালহাউসী স্কোয়ার অবধি বিস্তৃত ছিল। বড়লাট বাহাদুরের মিলিটারি সেক্রেটারির বর্তমান জাবাসস্থান—ৰে বাটতে,